আমাদের কথা খুঁজে নিন

   

কীবোর্ড বিরতি নিলাম...(শেষবেলার নমূনা সহ)

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

অমি রহমান পিয়াল কীবোর্ড বিরতির আহ্বান জানাইছেন বহু বাধা বিপত্তি পার হইয়া। তার আহ্বানে সাড়া দিতে আসলে এক লাইনের একটা পোস্ট করবার বাসনা ছিলো। কিন্তু তারমধ্যেই দেখলাম ব্লগের চিহ্নিত দুইজন উস্কানীদাতা দুইখান পোস্ট ছাড়ছেন। যেই পোস্টে আবার তাগো কিছু সমর্থক সহমতপোষণ কইরা মন্তব্যও করছে। একজন তার পোস্টে যুদ্ধাপরাধীগো বিরুদ্ধে আন্দোলনরত মানুষগো অপদার্থ কওনের মতোন ধৃষ্টতা দেখাইছে! আর আরেকজন রাজাকারের সংজ্ঞা পাল্টাইয়া, গালি দিলেই রাজাকার এই তত্ত্ব প্রচার করতে চাইছেন। মুক্তিযুদ্ধের প্রতি তাগো দৃষ্টিভঙ্গী এই দুই মন্তব্যেই স্পষ্ট বুঝন যায়। দেশের অসংখ্য চেতনাসম্পন্ন-ঋদ্ধ মানুষেরাই ঘাতক দালাল নির্মূল কমিটি'র আন্দোলন শুরু করছিলেন..কিন্তু এই উস্কানীদাতাগো শ্রদ্ধেয় জাহানারা ইমাম, বেগম সুফিয়া কামালগো মতোন মানুষদেরও অপদার্থ কইতে কোন সমস্যা হয় না। আবার রাজাকার বিষয়টারে খালি গালাগালি'র সাথে সম্পৃক্ত করতেও তারা কুন্ঠিত না। দেশের মুক্তির যুদ্ধ-স্বাধীনতা যুদ্ধের বিরোধীতা যারা করছিলো তাগো অপরাধ কি সুশীল সমাবেশে গালাগালির মতোন অপরাধ!? এরপরেও তাগো সদম্ভ ঘোষণা ব্লগে কোন রাজাকার নাই...এক্কেরে জামায়াতি বচন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.