এইখানে শুয়ে থাকে অশরীরী পুরুষ এক ; রাত্রির কোল ঘেঁষে , মৌনতা ভোর কেটে যাবে বলে , ভেনাস তোমাকে ভালবেসে ....
এইখানে এসো
এইখানে আকাশ , বাতাস ,নদীর জল হিম হয়ে আছে ;
কুয়াশার ভোর আরো নিবিড় করে
কষ্টকে রেখেছে জমা অমরাবতীর কাছে ।
এইখানে জোনাকীর আলো প্রদীপ জ্বালায়
অলস মানুষের অঢেল দিনের শেষে ;
ধূপের গন্ধ বাসর ঘরের বধূটির মতো
ধীর চোখে খুজে যায় কাউকে ভালবেসে ।
সময় এখানে স্থির , নেই শহর অথবা নগরীর
সারাদিনের অজস্র মুখের কোলাহলপ্রিয় ব্যস্ততা ;
এইখানে ভীড় করে আছে পৃথিবী পারের
অসীম আকাশ আর পর্বত রাজের মৌনতা ।
এইখানে ডেকে যায় শিমুল পলাশের বন হতে
ফটিকজল তার লক্ষ্মীটিকে হারায়ে ;
এইখানে শুয়ে থাকে অশরীরি পুরুষ এক রাত্রির কোল ঘেষে
মৌনতা ভোর কেটে যাবে বলে , ভেনাস তোমাকে ভালবেসে .......।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।