এখন আমি অনেক চালাক, মানুষ চিন্তে ভুল করি না...... দু-চারটি ভাবের কথায়, কাওকে আর কাছে টানি না...... একটি দুর্লভ ঘটনা, আগামী ৬ জুন বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে এক মহাজাগতিক ঘটনার ।এ ঘটনাটির নাম 'ট্রানজিট অব ভেনাস ওভার দ্য সান'। এটা একটা গ্রহণ, কিন্তু এই গ্রহনে সূর্য একদম ঢেকে যাবে না বরং তার গায়ে ফুটে উঠবে একটি ভয়ংকর সুন্দর চলমান কালো বিন্দু যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনি। ৬ জুন বাংলাদেশ সময় রাত ৪টার দিকে প্রথম সূর্যের গায়ে দাগ ফেলবে শুক্র এবং তা থাকবে প্রায় সকাল ৮. ৩০ পর্যন্ত। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে ঘটা মহাজাগতিক এই দৃশ্যটির শেষ ২ ঘন্টার মতো দেখতে পাবে এদেশের মানুষ, এবং তা দেখতে পারবে টেলিস্কোপ ছাড়াই। যেহেতু সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের মারাত্মক ক্ষতি হয়, তাই খালি চোখে এ দৃশ্য দেখা ঠিক হবে না। ঘষা কাচ, এক্স-রে ফিল্ম, ১৪ নম্বর শেডের ওয়েল্ডিং গ্গ্নাস কিংবা অ্যালুমিনাইজ্ড মাইলার ফিল্টার দিয়ে সূর্যের বুকে শুক্রের চলন দেখতে পাবেন। আর হ্যা যদি এই ঘটনা দেখতে মিস করে ফেলেন তাহলে এজীবনে আর এমন ঘটনা দেখা হবেনা তা নিশ্চিত থাকেন কারন এটা আবার ঘটবে ১০৫ বছর পরে অর্থ্যাৎ ২১১৭ সালে। কেউ যেনো মিস না করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।