ক খ গ ঘ...
কাজিপাড়াতে থাকি।
জিপি এজ পি ১ ইউজ করছি। স্পিড দেখে মাথা খারাপ, মাত্র ১,২ কেবিপিএস!!!
মাঝে মাঝে ৭০০বিপিএস!!
রাত ৪টার সময় পেলাম ৬ কেবিপিএস।
অথচ আমার বন্ধু পাশেই টেলিটকের আনলিমিটেড ইউজ করে নরমালি
পায় ৮-১০ কেবিপিএস।
২ মাস আগেও যখন এজ ইউজ করেছিলাম, তখন পেয়েছিলাম নরমাল
৫-৬, আর রাতে ১০-১৫ থাকত।
জিপিআরএস মডেম না নিয়ে এজ মডেম নিলাম,লাভের ফলাফল শুন্য!! ব্রডব্যন্ড নিয়ে তো আরো খারাপ দশা ছিল।
কিন্তু জিপি এত নিচে নামছে কেন? বুঝলাম গ্রাহক বেড়ে গেছে, তাই বলে বেশি উচা প্রযুক্তিতে কম সেবা পাব?
বেসরকারী ল্যন্ডফোন গুলার কেমন স্পীড? ওরা তো আবার সিডিএমএ টেকনোলজির, ফাস্ট হওয়া উচিত।
ওয়ারিদ বা আকটেল এর কি অবস্থা। ওয়ারিদ এর কি আনলিমিটেড আছে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।