আমাদের কথা খুঁজে নিন

   

বাবা কেন যুদ্ধে গেল?

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

বাবা কেন যুদ্ধে গেল? মাগো, সেই গল্প বলো- বাবা কেন যুদ্ধে গেলো? গভীর রাতে চিঠি হাতে- একা কেন অশ্রু ফেলো? আমার মতো অন্য সবার- মায়ের মুখে কত হাসি! তোমার মুখে কালো ছায়া- অন্ধকার এক সর্বনাশী। সেদিন নাহয় ছোট ছিলাম- অবুঝ ছিলাম শিশুর মতো, এখন আমি অনেক বড়- শুনবো বাবার গল্প যতো। বলো মাগো, বলো এবার- শুনবো সব ভয় কী তোমার? মুক্তিযোদ্ধার ছেলে আমি- শহীদের রক্ত বুকে আমার। মুখের ভাষা কাড়বে জেনে- দাদু যেদিন মিছিলে গেল, সন্ধ্যাবেলায় সেই দাদু মোর- শহীদ হয়ে ফিরে এলো। বাবার শোকে পাগল ছেলে- বুক ফেটে তার কান্না আসে, আগুন ঝরে দুই চোখে তার- প্রতিশোধের স্বপ্ন ভাসে। ছেলের বুকে প্রথম সেদিন- ফাগুনে যে জ্বললো আগুন, একাত্তরে সেই আগুন আজ- নতুন করে জ্বললো দ্বিগুন। বললো আমি যুদ্ধে যাবো- খোকাকে তুমি আগলে রেখো, শত্রুছাড়া করবো এদেশ- স্বাধীন হয়েই ফিরবো দেখো। ভোর না হতেই বাবা যে তোর- এক কাপড়ে যুদ্ধে গেল, যাবার আগে আদর করে- তোর কপালে চুমু খেল। তখন তুই ঘুমিয়ে ছিলি- জানলিনা তার কোন খবর, আজকে তোকে বলছি শোন- উঠোনে তোর বাবার কবর। দেশতো খোকা স্বাধীন হলো- লাখো শহীদের রক্ত দানে, শত্রুরা আজও পালিয়ে আছে- কাছে কোথাও কে জানে? শহীদ বাবার ছেলে যে তুই- রাখবি মায়ের শেষ সম্মান, দেশের শত্রু করবি নিধন- ক্ষমা নেই ওদের, করে দে সাবধান! (বিজয়ের মাসে, শেষ নিবেদন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.