যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
হজে যেতে পারেননি ৫৫ জন;সাতক্ষীরায় দুই জামায়াত নেতাসহ ৬
জনের বিরুদ্ধে আরও দুটি মামলা
হজ্ব নিয়ে সৎলোকের দল (!!) জামাতী নেতাদের জালিয়াতিঃ ধর্ম নিয়ে জামাতীরা আর কত ব্যবসা করবে ?? জামায়াতে ইসলামী বাংলাদেশের দুই নেতাসহ ছয়জনের বিরুদ্ধে দুটি মামলা করেছেন প্রতারণার শিকার আরও দুই ব্যক্তি । গতকাল সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর থানায় এ মামলা দুটি করা হয়। টাকা দিয়ে হজে যেতে না পারা ব্যক্তিরা এ পর্যন্ত পাঁচটি মামলা করলেন।
মামলার আসামিরা হলেন ঢাকার জেবরিক ট্রাভেলসের ব্যবস্থাপক (ম্যানেজার) রমজান আলী ও তাঁর স্ত্রী জেবরিক ট্রাভেলসের মালিক আক্তার বানু হিরা, সাতক্ষীরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলাম বকুল, জামায়াতের রুকন সাতক্ষীরা সদর উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের মো· রবিউল ইসলাম ও আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামের জসিমউদ্দিন সরদারের ছেলে মোকছেদ আলী সরদার।
মামলার বিবরণে বলা হয়েছে, উপরিউক্ত আসামিরা মামলার বাদীদের কাছ থেকে হজে পাঠানোর নামে গত অক্টোবর ও নভেম্বরে এক লাখ ৭০ হাজার টাকা করে নেন। পরে ১২ ডিসেম্বর হজে পাঠানোর নাম করে তাঁদের ঢাকায় হাজি ক্যাম্পে নেওয়া হয়। ১৪ ডিসেম্বর তাঁদের হজ ফ্লাইট নিশ্চিত বলে জানানো হয়। কিন্তু ১৪ ডিসেম্বর জানানো হয়, ১৫ ডিসেম্বর তাঁদের পাঠানো হবে।
১৫ ডিসেম্বর যে প্রতিষ্ঠানের মাধ্যমে তাঁদের পাঠানোর কথা ছিল, ঢাকার সেই কনকর্ড ইম্পোরিয়াম শপিং কমপ্লেক্সের জেবরিক ট্রাভেলসের ম্যানেজার রমজান আলী ও প্রতিষ্ঠানের মালিক আক্তার বানুসহ অন্য আসামিরা গা ঢাকা দেন। এরপর হজে যেতে না পারা ৫৫ জন ১৮ ডিসেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসক মোহম্মাদ কেফায়েত উল্লাহর সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ জানান, গতকাল সন্ধ্যায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার আগড়দাড়ি গ্রামের কোরবান গাজির ছেলে মাস্টার আবদুল খালেক ও গনাকরকাটি গ্রামের তফিলউদ্দিন সরদারের ছেলে মাস্টার আবু তালেব নতুন দুটি মামলা করেছেন।
(তথ্যসূত্রঃ প্রথম আলো)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।