বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
আগামী হজ্ব সুষ্ঠু ও নির্ঝঞ্ঝাটভাবে পালনের স্বার্থে হজ্বগমনেচ্ছুদের প্রতি ধর্ম মন্ত্রণালয় নিম্নোক্ত নির্দেশনা জারি করেছে। চাঁদ দেখা সাপেৰে আগামী 30 ডিসেম্বর 2006 হজ্ব অনুষ্ঠিত হবে। সরকারী ব্যবস্থাপনা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির মাধ্যমে হজ্বে গমন করা যাবে। উভয় ব্যবস্থাপনায় হজ্বের জন্য টাকা জমা দেয়ার সর্বশেষ তারিখ 25 সেপ্টেম্বর 2006।
সরকারী ব্যবস্থাপনায় খাওয়া, কোরবানীসহ সর্বসাকুল্যে খরচ সবুজ ক্যাটাগরিতে 1,93,080 টাকা এবং নীল ক্যাটাগরিতে 1,73,080 টাকা। যেকোন তফসিলী ব্যাংকে হজ্বের টাকা জমা দেয়া যাবে। বেসরকারী ব্যবস্থাপনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ্ব এজেন্সির নির্ধারিত ব্যাংক একাউন্টে জমা দিতে হবে। কোন অবস্থাতেই কোন কাফেলা বা অননুমোদিত এজেন্সির নিকট টাকা জমা দেয়া যাবে না। কোন কারণে ব্যাংক একাউন্টে টাকা জমা দেয়া সম্ভব না হলে অনুমোদিত হজ্ব এজেন্সির মালিকের নিকট পাকা রসিদের মাধ্যমে টাকা জমা দিতে হবে।
হজ্বযাত্রিগণ সর্বোচ্চ 30 কেজি ওজনের মালামাল সৌদি আরব নিতে পারবেন। কোন প্রকার খাদ্যদ্রব্য, যেমন- চাল, ডাল, শুঁটকি, রান্না করা খাবার, তরিতরকারি, ফলমূল ইত্যাদি বহন করা যাবে না। উলেস্নখিত খাদ্যদ্রব্য সঙ্গে আনলে হজ্বক্যাম্প থেকে সেগুলো বহন করার অনুমতি দেয়া হবে না। হজ্ব একটি কষ্টসাধ্য ধমর্ীয় অনুষ্ঠান। এজন্য অতি বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের হজ্বে না যাওয়ার জন্য পরামর্শ দেয়া হলো।
হজ্বে গমনেচ্ছু যেকোন ব্যক্তি যে কোন তথ্য জানার জন্য হজ্ব অফিস ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিম্নলিখিত টেলিফোন নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন। 8916570, 8917574, 7164807, 7164819, 7163678। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের সাথেও যোগাযোগ করা যেতে পারে। -তথ্য বিবরণী
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।