ইমরোজ
কয়েকদিন আগে একটা আলোকচিত্র প্রদর্শনীতে গিয়েছিলাম। ফটোগ্রাফি প্রদর্শনী। দৃক গ্যলারীতে। সেখানে এসেছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূত। আর ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনালের লোকজন।
উচ্চপদস্থ লোকজন।
ফটোগ্রাফির বিষয় বস্তু ছিলো, "দূর্নীতি কে না বলো"। ফটোগ্রাফারদের ছবি দেখলাম। ছবিতে মানুষ আছে। পীড়িত মানুষ।
আমাদের চারপাশেই যারা নানাভাবে লাঞ্চিত বঞ্চিত, আমাদের দূর্নীতির কারণে। ফটোগ্রাফাররা পুরুষ্কার পেলেন। কিন্তু ছবির মানুষগুলোর কি হলো? তারা কি এখনও বঞ্চিত নয়? সেই শিশু শ্রমিক, একটা কাজের মহিলা? তাদের অবস্থার কি বিন্দু মাত্র পরিবর্তন হলো?
ডেনমার্কের মহান এমবাসেডর সহ ট্রান্সপেরেন্সির লোকজন দারুন লেকচার দিলেন। বাংলাদেশের দূর্নীতির হালচিত্র তুলে ধরলেন। এর ফলে কি কি ক্ষতি হচ্ছে সেটাও তুলে ধরলেন।
কিন্তু দূর্নীতি এইদেশের মানুষ কেন করছে? এবং তারাই বা এই ফটোগ্রাফি প্রতিযোগিতা ছাড়া আর কি করেছেন তা আমার জানতে খুব ইচ্ছা করছিলো।
ডেনমার্কের রাষ্ট্রদূত তার ভাষণে সুন্দর দালালি করে গেলেন এই সরকারের, তাঁর সাথে সাথে অন্য সবাই। কিন্তু তাঁর কাছে আমার অনেক প্রশ্ন ছিলো,
১) আপনি একটা মিলিটারি গভার্মেন্টকে কেন সাপোর্ট করছেন? এরা তো তত্ত্বাবধায়ক সরকার, আপনার দেশে কি নির্বাচিত গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করে না, একটা গণতান্ত্রিক সরকারই কি আসলে দূর্নীতির বিরুদ্ধে দাড়াতে পারে না, যেমন আপনার দেশে দাঁড়িয়েছে? আপনাদের কি উচিত নয় একটা গণতান্ত্রিক জবাব্দিহিতামূলক সরকারের আমলে এই কাজগুলো করা?
২) দূর্নীতি কেন হয় তা আপনি জানেন? আমাদের দেশের মানুষের আয়ের চেয়ে ব্যায় বেশি বলেই তো দূর্নীতি হয়। সেই আয় বাড়ানোর পথ বলে দিলেন না কেন? সেটার জন্য কাজ করছেন না কেন?
এই সব না করে, আমাদের দেশের দূর্নীতি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী করার মানে কি আরেক-রকমের দূর্নীতিই নয় কি? কথা হচ্ছে, এই সরকার বিদেশীদের খুব তোষামোদে রাখছে। তাই তাদের এত সাপোর্ট।
কিন্তু, দেশের মানুষের কথা তারা কি চিন্তা করছেন? বিদেশী শক্তি ভয়াবহ।
কেননা, তারা সব সরকারের সাথেই মানিয়ে নিতে পারে। আমাদের দেশের আওয়ামীলীগ বলেন আর বি এন পি, সবার সাথেই তাদের সমান আতাত। তাদের এই শকুনচক্ষু আমাদের বিধ্য করছে কেন? কারণ আমরা তাদের সাহায্য প্রার্থী বলে। আমরা স্বনির্ভর হতে পারিনি এখনো।
তাই দুঃখ লাগে, আমাদের বুদ্ধিজীবীদের ফালতু আস্ফালনে। তারা আসলে ছাগলের থেকে কিছু কম না। গরুর সাথে লাফানোই তাদের কাজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।