আমাদের কথা খুঁজে নিন

   

মহানবী (সাঃ) কে ব্যঙ্গ করে ডেনমার্কের যে কার্টুনিস্ট ন্যক্কারজনক ও অবমাননার ছবি এঁকেছিলো, তাকে বাধ্যতামূলক ছুটি দেয়া হয়েছে



মহানবী (সাঃ) কে ব্যঙ্গ করে ডেনমার্কের যে কার্টুনিস্ট ন্যক্কারজনক ও অবমাননার ছবি এঁকেছিলো, তাকে বাধ্যতামূলক ছুটি দেয়া হয়েছে। ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে কুর্ট ওয়েস্টগার্ড নামের এই কার্টুনিস্ট ন্যক্কারজনক ছবি এঁকেছিলেন। তার এই কার্টুন ডেনমার্কের দৈনিক জিলান্ডস পোস্টেনে প্রকাশিত হওয়ার পর বিশ্বের মুসলমানরা প্রচন্ড প্রতিক্রিয়া দেখিয়েছিলেন এমনকি তাকে এক পর্যায়ে সোমালিয়ার এক মুসলমান হত্যার ব্যর্থ চেষ্টাও করেছিলো। এছাড়া এ ধরনের ন্যক্কারজনক কাজের জন্য সে থেকে তাকে অবিরাম হুমকি দেয়া হয়েছে। কার্টুনিস্ট কুট ডেনমার্কের দৈনিক জিল্যান্ডস পোস্টেনে কর্মরত ছিলেন এবং পত্রিকাটি শেষ পর্যন্ত নিরাপত্তার কারণে তাকে বাধ্যতামূলক ছুটি দিয়েছে। কুর্ট ওয়েস্টগার্ড বলেছে, বাধ্যতামূলক ছুটির কথা বলা হলেও কার্যত তাকে অবসর দেয়া হয়েছে। গত নবেম্বর মাস থেকে তাকে কোন কাজ করতে দেয়া হয়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.