আমাদের কথা খুঁজে নিন

   

ডেনমার্কের পথে ওয়ার্গ

এ বিষয়ে সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়ার্গকে সুইডেন থেকে ডেনমার্ক ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। সুইডেনেও তাকে হ্যাকিংয়ের ঘটনায় এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ডেনমার্ক পুলিশ তার সঙ্গে ফাইল হ্যাকিংয়ের ব্যাপারে কথা বলতে চায় বলে জানা গেছে। অভিযোগ এসেছে, তিনি দেশটির তালিকাভুক্ত অপরাধীদের তথ্যসংশ্লিষ্ট একটি ফাইল চুরি করেছেন। যদিও এ অপরাধ অস্বীকার করেছেন ওয়ার্গ।


এমন ঘটনায় সুইডেনের সরকারের কাছে আবেদন করেছেন ওয়ার্গ। তিনি জানান, ডেনমার্কে সাইবার আক্রমণের ঘটনা তার কম্পিউটার আইপি থেকে ঘটেছে, এটা ঠিক। তবে এটা দূর থেকে কেউ তার আইডি ব্যবহার করে ঘটিয়েছে বলে তিনি দাবি করেন। এদিকে তার দাবি নাকচ করে দিয়েছে সুইডেনের আদালত। তাকে ২৭ নভেম্বর ডেনমার্ক পাঠানোর প্রস্তুতি চলছে।


গত বছরের এপ্রিল ও অগাস্টে ডেনমার্ক কম্পিউটার সার্ভিসিং কোম্পানি (সিএসসি)-এর সেবা ব্যবহার করে তিনি যে তথ্য চুরি করেন, তাতে ডেনমার্ক পুলিশ বিভাগের গুরুত্বপূর্ণ তথ্য ছিল বলে জানা গেছে।
এর আগে ওয়ার্গকে সাইবার অপরাধের বিচারের জন্য কম্বোডিয়া থেকে সুইডেনে পাঠানো হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.