আমাদের কথা খুঁজে নিন

   

কিছু কিছু ব্লগার কখন কাপড়ের নিচের কাজ ও কথা বলে?



লক্ষ্য করার মত যে, কিছু কিছু ব্লগারের অন্যের বক্তব্য শুনে গায়ে আগুন ধরে যায় বলে বুঝা যায় । কারো গায়ে যখন বাস্তবিকই আগুন লেগে যায়, তখন দিকবিদিক হয়ে গা বাচাবার জন্য ছুটাছুটি শুরু করে । লম্প-ঝম্প শুরু করে। মাটিতে গড়াগড়ি দেয় । ঠিক তেমনি কিছু কিছু ব্লগার আছেন যারা একটু ভিন্নধর্মী কথা বা বক্তব্য শুনার সাথে সাথেই এমন আচরন - মন্তব্য করতে থাকেন, এতে তাদের আসল চেহারা খুলে যায় । তখন তারা কাপড়ের নিচে গিয়ে লুকায়। আর কাপড়ের নিচে যা পায় তাই হাতরাতে থাকে । যা দেখে তাই অন্যকে দেখাতে উদ্দ্যত হয় । এসব ব্লগারদের রুচীবোধের প্রশংসা না করে পারা যায়না । মানুষ যখন পশুর মতো আচরন করতে শুরু করে, তখন তাকে কি বলা হয়? তবুও তাদের জন্য করুনা করা ছাড়া সুস্থ্য ব্লগারদের আর কিইবা করার থাকে বলুন !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.