যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!
বাংলাদেশ এই প্রথম একটি পূর্ণাঙ্গ সফরে নিউজিল্যান্ড এর বিপক্ষে তিনটি ওডিআই এবং দুটি টেষ্ট খেলবে। বাংলাদেশ এর ২০০৭ ওডিআই বিশ্বকাপের জায়ান্ট কিলিং পারফর্মেন্স এর পর অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞই আশা করেছিলেন যে তরুণ টাইগাররা শেষ পর্যন্ত বিশ্ব ক্রিকেটে একটি শক্তিশালী দল হিসাবে আত্মপ্রকাশ করছে। কিন্তু বাংলাদেশ হাটা দিল উলটো পথে । এবারো ক্রিকেট পন্ডিতদের ভুল প্রমাণ করলো বিশ্বকাপের পর ভারত ও শ্রীলংকা সিরিজে ধারণাতীত খারাপ পারফর্মেন্স এর মাধ্যমে।
নতুন অধিনায়ক ও নতুন কোচের তত্বাবধানে প্রথম সিরিজে বাংলাদেশের লক্ষ্য কি হওয়া উচিত বা বাংলাদেশ কি আশা করছে. এই প্রিভিউটিতে সে বিষয়েই আলোকপাত করা হয়েছে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি Preview টা ইংরেজীতে হওয়ায়।
বাংলাক্রিকেট ও ক্রিকেটওয়ার্ল্ড এ প্রকাশিত এই প্রিভিউটি আমি ব্লগের বন্ধুদের জন্য শেয়ার করছি ।
After Bangladesh's giant killing act in the recent World Cup, most cricket pundits thought that the youthful Bangladesh side is finally coming of age and will soon be a significant force in world cricket. On the contrary, Bangladesh decided to prove the pundits wrong with some awful and woeful performances since then. Bangladesh’s performance against India at home and in the away series against Sri Lanka once again provided much negative fodder for the critics.
সম্পূর্ণটা পড়ুন..............
বাংলাক্রিকেট লিংক
ক্রিকেটওয়ার্ল্ড লিংক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।