আসুন ভালো কিছু চেস্টা করি আজ উইন্ডোস ডেভেলপার প্রিভিউ নিয়ে পোষ্ট না দিয়ে থাকতে পারলাম না ।
গত কাল সারা রাত ধরে ডাউনলোড করার পর আজ দুপুরে সেটাপ দিলাম ।
সেটাপ একদম প্রা্য় উইন্ডোস_7 এর মতই । এর প্রথম তফাত উইন্ডোস_7 এ HARD DISK PARTITION করার সময় SYSTEM RESERVE এ 100_MB জায়গা লাগে । আর উইন্ডোস ডেভেলপার প্রিভিউ তে HARD DISK PARTITION করার সময় SYSTEM RESERVE এ 350_MB জায়গা লাগে ।
এতে INTERNET EXPLORER 10 দেওয়া আছে
সেটাপ দেবার পর ONLINE ACTIVATION এ গেলে একে জেনুইন করে দেওয়া হচ্ছে
সেটাপ শেষে আপনি এই SCREEN দেখতে পাবেন
ভয় পাবার কিছু নেই
DESKTOP এ যেতে 1 no ক্লিকান । USER সম্বন্ধীয় কাজের জন্য 2 no ক্লিকান ।
দেখেন দেখি
TASK MANAGER এর নক্সা দেখুন
সমস্যার কোনো কারন নাই MORE DETAILS এ ক্লিক করেন । দেখেন এই রকম পান কি না ?
DRIVER নিয়া এখন ও কোনো আসুবিধা পাই নি ।
আরে CPU use টা দেখেন
সবথেকে শেষ কথা START MENU ক্লিক করে SHUT DOWN বা RESTART খুজে পাই নি তাই বাধ্য হয়ে GADGET এর মাধ্যমে SHUT DOWN বা RESTART করছি ।
যদি DOWNLOAD করতে চান
৬৪ বিট _ টুল সহ_৪.৮ জিবি
৬৪ বিট_৩.৬ জিবি
৩২_বিট , ২.৮ জিবি
ভালো থাকেন । ডাউনলোড করেন । সেটাপ দেন । আমাকে ও জানায়েন ।
খোদা হাফেজ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।