আমাদের কথা খুঁজে নিন

   

স্বচ্ছতার আলো



তুমি যখন খুব স্বচ্ছ এক টুকরো আলো, হৃদয়ের জমিনে দেখি তখন একরাশ ধুলো। তোমার এমন নগ্ন সচ্ছতার নির্লজ্জ এই ভ্রমন, আমার ভুমিতে যেন আগ্রাসী শাসকের আক্রমন। আমার পৃথিবির আকাশের সব সাদা মেঘগুলো, বিষন্নতার কালো আচড়ে হয়েছে বিবর্ন ধুলো। বহুবছর এখানে স্বচ্ছ শ্রাবনের হা-হা-কা-র ! এখানে একান্ত একাকিত্তের বিষাক্ত মেঘের সমাচার, অভাব ছিল শুদ্ধ আর কাঙ্খিত ভালবাসার, ভাসমান মেঘে ক্লান্তি ছিল তরূন জলকনার। অক্ষমতার শ্রান্ত ধুলোগুলো মেঘের মতই সাধীন, আর সময়ের হাত ধরে চলা কোনও প্রবীন । আমার ধুলি ধুসরিত জমিনে তোমার আগমন, বিলম্বিত স্বচ্ছতার নতুন মোড়কের আলোড়ন ; কষ্টের ব্জ্রাঘাতে আমার স্বচ্ছ কাচের মন টুকরো, বেদনার গম্ভীর বায়ুর পদতলে অপেক্ষা ঝাঝরা। অভিমানের ঝরনা নিভৃতে ও নিঃশব্দে বহমান, চঞ্চল আকাঙ্ক্ষার অসংখ্য নুড়ি তলদেশে ধাবমান । আমার অভিমানের নির্মল জলে তোমার পদচারন, ভাললাগার আবেশী মৃদু ছান্দিক স্রোতের বিবরন । আমার বিষাক্ত কালো সন্ধার অগনিত জোনাকিরা, তোমার নরম হাতের পরশে আকাঙ্খার স্বপ্নতারা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.