আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের নতুন জুতা ! ! কিন্তু দুইটা দুই সাইজের

Disclaimer: All writtings contain severe spelling errors. নিজ গুনে ক্ষমা করে পড়বেন।

এমনি তেই ঈদ নিয়া পেরেশানিতে আছি। দিন তারিখ নির্ধারিত করতে করতে দেখা যায় ঈদের জামাত পার হয়ে গেছে। আম্মার প্যানপেনানিতে ঈদের জন্নে একখান স্যান্ডেল কিনলাম। কাজের ব্রেক থেইকা দউরে যায়া চোখ, কান বন্ধ কইরা একটা স্যান্ডেল পছন্দ করসি।

ডিসপ্লেতে একটাই রাখা আছিল। সেলস রিপ্রেস্টেটিভ কে বললাম আরেক খান নিয়া আস তে। সময়ের অভাবে আমি সেলস রিপ্রেস্টেটিভের ভরসায় স্যান্ডেল ছাইরা দিয়া বিল দিয়া চইলা আসলাম। বাসায় আইসা দেখি রিপ্রেস্টেটিভ ফুল প্লানিং এর সাথে আমারে বিরক্ত করার কাম করসে। দুই পায়ের দুই জুতা ! হায় হায় একি সর্বনাশ? স্যান্ডেল তো যেমন তেমন আম্মার পেচাল থামামু কেমনে? এখন ঘটনা হইলো আমি আগামিকাল ঈদ করলে আমারে দুই পায়ে দুই সাইজের জুতা পইরা ঈদ করতে হইব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.