শুধু রক্ত নয়, আমি আমার চোখ, কিডনী, দাত আরো যা যা দেবার মতো, তার সবই দিতে চাই ; এখন দরকার হলে এখনই । কোথায় আসতে হবে বললেই চলে আসবো , আমাকে মেরে ,কেটে টুকরো টুকরো করে যার যেটা লাগবে নিয়ে নেবেন । আর সন্ধানী বা কোন হাসপাতালে একটা খবর দেবেন, যাতে ওরা বাকিটা নি
বিবিসি, ওয়াল্ড প্রেস, গুগল, মাই স্পেস,সচলায়তন, পেচালী ,মেট্রোবয়েজ আরো বেশ কটা বাংলা এবং ইংরেজী ব্লগে গিয়েছি ;
বিশেষ করে বাংলার পাশাপাশি ইংরেজি তে লিখবো বলে ।
কিন্তু দূ:খের বিষয় কোন টাতেই সাচ্ছন্দ বোধ করিনি ।
অত্যন্ত সুখের সাথে সামহোয়ারইন কেই তাই সেরা ব্লগ হিসেবে অভিনন্দন জানাচ্ছি ।
আর ব্লগ বন্ধুদের বিরক্তি উদ্রেক করে পূর্ণোদ্দমে এখানেই ইংরেজীতে লিখবো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।