আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কত কাল আমি রব দিশেহারা।
গুটি গুটি পায়ে চলে এল আজকের সেই কাঙিখত দিন। ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবসের সাথে পালিত হল সামহোয়ের ইন ব্লগের ২য় বর্ষপূর্তি। গত বর্ষপূর্তিতে কি হয়েছিল জানি না(কারন আমি তখন ব্লগার ছিলাম না), তবে এবারের আয়োজনে রিজভী আর শামীম এর উদ্যোগ ছিল যথেষ্ট। রিজভী আমার স্কুল ও কলেজ বন্ধু।
সামহোয়ের ইন ব্লগের মাধ্যমেই আমাদের আবার পুনর্মিলন হল..হল রিয়ন, মোস্তফা এবং নাজিমের সাথেও। রিজভীর সাথে চারুকলা ইন্সটিটিউট এর সিরামিক্স ভবনের সামনে আসতেই পরিচয় হল নিশা, সাইমুম, মাহবুব মোস্তফা, দেবদারু, সুখী মানুষ, নির্ঝর(সব ব্লগারদের ছবি তার কাছে পাবেন), কালপুরুষ, শামীম এবং আরো অনেকের সাথে(নাম ভুলে যাবার জন্য আন্তরিকভাবে দুঃখিত)। তারপর একে একে এলেন আইরিন, চতুর্ভুজ, নতুন পৃথিবী(সাথে তার গেস্ট) এবং..(অন্য কেউ এই শূন্যস্থানটা পূরণ করে দিয়েন)। এরপর সবাই পিলোপাসিং গেমের জন্য(!) গোল হয়ে বসল। নিশা এবং মাহবুব মোস্তফার প্রচেষ্টায় ক্যাম্পফায়ার(!) এর জন্য আগুন জ্বালান হল।
সন্ধে প্রায় হয়ে আসছে, প্রধাণ মডারেটর আরিয়েল এর পাত্তাই নেই। অবশেষে আসলেন তিনি। শুরু হল পরিচয় পর্ব। শামীম সবাইকে কেক দেখান শেষে কাটা হল কেক। তারপর ডান হাতের ব্যাপার..।
এরপর স্যান্কস বণ্টন..আবারো ডান হাতের ব্যাপার। এদিকে আরিয়েল একে অন্যের প্রশ্নবাণে জর্জরিত হতে লাগলেন। আমার সাথে শুধুমাত্র পরিচয় ই হল। তাকে বেশ মিশুকই মনে হল। নরওয়েজিয়ান হলেও ভালই বাংলা বলেন।
সবার পরামর্শের জবাব অত্যন্ত ধৈর্যের সাথেই দিলেন। আরো বললেন পরশু থেকে নতুন আঙ্গিকে সামহোয়ের কে পাব। এরপর বিদায়ের পালা। একে একে সবাই বিদায় নিতে লাগল।
এভাবেই শেষ হল সামহোয়ের ইন ব্লগের ২য় বর্ষপূর্তি।
সাদামাঠা আয়োজনের মধ্যে দিয়েই হৃদয় আপ্লুত হল সবার ভালবাসায়। মিস করলাম অনেক নিয়মিত ব্লগারকে। সবাই ভাল থেকেন, সুস্থ থেকেন(প্রয়োজনে আমাকে আওয়াজ দিয়েন)। শুভ রাত্রি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।