আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকায় নৈতিকতার অবক্ষয়

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

আমেরিকাকে বলা হয় জেলের দেশ। ঠিক এই সময় ২২ লক্ষ লোক জেলে আছেন। পৃথিবীর অনেক উন্নত দেশ থেকে ৮ গুন বেশি। যে দেশ এত মানবাধিকার আর ব্যক্তি স্বাধিনতার কথা বলে তাদের এই অবস্থা ভাবার কথাই। অনেকের ধারনা আমেরিকার এই বেহাল অবস্থার জন্য দায়ী যুদ্ধ এবং মাদক।

এই বছর এপ্রিলে ক্যম্পাসে গুলিতে খুন হল ৩০ জন শিক্ষার্থী আর স্টাফ, আবার গত সপ্তাহেই শুধুমাত্র বিখ্যাত হওয়ার জন্য একছেলে গুলি করে মানুষ মারল। এল এস ইউ ক্যম্পাসে মারা গেল দুই পিএইচডি ষ্টুডেন্ট। এক মলে টিনএজের গুলিতে ৮জন মারা গেল। বেসবেল আমেরিকানদের জনপ্রিয় খেলা। এক তদন্ত্রে দেখা গেছে বড় সবকটি (৩০) দলে এমন একজন বিখ্যাত খেলোয়ার আছেন যিনি অবৈধ ড্রাগ নিয়েছেন শক্তি বৃদ্ধির জন্য।

এইসব কিছুই নৈতিকতার অবক্ষয়ের লক্ষন। যুদ্ধ লাগিয়ে নিরীহ মানুষ মারার দায় একসময় আমেরিকানদেরও বইতে হবে এটি নিষ্চিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।