চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা
১৪ ডিসেম্বর পাকিস্তান আর্মি স্থানীয় কোলাবেরটরের সহযোগীতায় পরিকল্পিতভাবে ৯৯১ জন শিক্ষাবিদ, ১৩জন সাংবাদিক, ৪৯জন ফিজিশিয়ান, ৪২জন আইনজীবি, এবং ১৬ জন সাহিত্যিক, শিল্পী, এবং প্রকৌশলীকে হত্যা করে। তাদের স্বরণেই ১৪ ডিসেম্বরে শোক পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে। ১৬ ডিসেম্বের পরও এই হত্যাযগ্গ অব্যহত থাকে, ৩০ জানুয়ারী এদের হাতে জহির রায়হান শহিদ হন। ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আরো অনেক স্বনামধন্য বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। এদের মধ্যে রয়েছেন, ঢাকা ইউনিভার্সিটির ড: গোবিন্দ চন্দ্র দেব (ফিলোসোফি) ড: মুনির চৌধুরী (বাংলা সাহিত্য) ড: মোফাজ্জল হায়দার চৌধুরী (বাংলা সাহিত্য), ড: আনোয়ার পাশা (বাংলা সাহিত্য) ড: আবুল খায়ের (ইতিহাস), ড: ফজলে রাব্বী, ড: আলীম চৌধুরী (চিকিতসা) এবং আরো অনেকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।