আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্ন উপমহাদেশ; বেনজীর নেই



সামরিক উর্বর মৃত্তিকায় গণতন্ত্রের ফুল ঝরে গেছে; র্স্কাফে ঢাকা হলুদমুখ, প্রত্যয়ী তর্জনী থমকে গেছে আততায়ী বোমার আঘাতে । এবার ছিল চির নিবার্সন প্রিয় জন্মভূমি সিন্ধু, বেলুচিস্তান , পার্টির কর্মীদের থেকে ; কিন্তু নির্বাসিত কত দূরে ? যতটা দূরে গনতন্ত্র পাকিস্তান থেকে? যতটা দূরে আছে মানুষ মানুষের কাছ থেকে? বাবা ভু্ট্টোর কি খুব কাছে-- সিন্ধু, ইরাবতীজলধারার আদ্রমৃত্তিকার স্পর্শে, সামরিকজান্তার বেয়নেটের সামনে সাধারন মানুষ ও উপমহাদেশের কাছে যতটা মানুষ আছে মানুষের পাশে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।