আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের নেশা! নেশার ব্লগ!

সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!

আমি সামহোয়ার ইন ব্লগের কথা প্রথম শুনি আরিফ জেবতিক ভাইয়ের ভ্যালেরিকে নিয়া করা পোস্টের লিঙ্ক থেকে। এক বন্ধু মেসেঞ্জারে লিঙ্কটা দিলো (সেও আছে সামহোয়ারে তবে বেশি নিরব ছেলে); আরেকজন দিল পিডিএফ ফাইল একই পোস্টের। কৌতুহল জাগলো, গেলাম ব্লগ সাইটটিতে। কিন্তু ফ্রন্ট পেইজের অবস্থা দেখে বেশি সুবিধার মনে হইলো না! কয়েকজনের ব্লগে গেলাম। দুর্ভাগ্যবশত ওইগুলা জামাতিদের ব্লগ ছিলো।

আমিও ওইসব পোস্ট পড়ে খোদা হাফেজ জানিয়ে দিলাম সাইটটাকে। কিছুদিন পরে আবার কেন জানি আসলাম। এইবার বেশ কিছু ভালো পোস্ট চোখে পড়লো। আস্তে আস্তে পড়া শুরু করলাম। অবশেষে জুলাই এর ৭ তারিখে রেজিস্ট্রেশন করে ফেললাম।

প্রথম বেশ কিছু দিন গেছে এইখানকার অবস্থা বুঝতে আর মানুষজনদের সাথে পরিচিত হইতে। আর এখন ব্লগের অনেকের সাথেই ভালো পরিচয় হয়ে গেছে। ভালোই লাগে। একেবারেই যাদের কখনো চিনতাম না, হয়তো কখনো দেখাও হবে না লাইফে, তাদের সাথে কিভাবে এক অদৃশ্য বন্ধন সৃষ্ঠি হয়ে গেছে। আর পরিচিত মানুষজন বেশি হয়ে যাওয়ায় একটা সমস্যাও হইছে! খালি বকবক করি।

আমার কমেন্ট দেখলাম ১০৭০০ পার হয়ে গেছে! এইবার এই বকবক কমানোর পালা! আমি ছুটি নিলাম ব্লগ থেকে বেশ কিছুদিনের জন্য। মাঝে মাঝে হয়তো আসব ঢু মারতে! আপনাদের সবাইকেই খুব মিস করবো। ঠা ঠা! ☻☻☻☻☻

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.