আমাদের কথা খুঁজে নিন

   

ঘড়িতে বারোটা বাজার আগে...

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

কোনো কিছুতেই এখন বসছে না এ মন তোমায় করে নিয়েছি এতোই যে আপন! অপেক্ষার প্রহর কাটে অপেক্ষকের অস্থিরতায় সব থমকে আছে সময়ের অমোঘ বাস্তবতায় মনোযোগ হারিয়েছে আমার সময়ের ধীরগতিতে। প্রিয় গানের সুমধুর মূর্ছনাও পারেনি তা ফেরাতে! পছন্দের রিয়েলিটি মিউজিক শো হয়েছে নিমিষেই ব্যর্থ; ইলেক্ট্রনিক ব্যাংকিং পদ্ধতি এখন বুঝায় মিনিংলেস অর্থ! সময়কে দোষারোপ করে কাব্য করছি, না সময় কাটাচ্ছি? আপনমনের অন্তরালে প্রশ্ন জর্জরিত আমি হিমশিম খাচ্ছি। যতোই হোক না হাস্যকর আমার এই ছন্দময় রচনা কিছু সময় পরেই তো বলবো 'শুভ জন্মদিন হে অচেনা'।। - ২ ডিসেম্বর @ ২১:৫১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।