না পাওয়ার ভেতর এত আগুন ছিল
এত প্রবল মেঘ আঁধার রাত্রী !
আমাদের বহু বছরের পুরনো রাত কত দীর্ঘ হয়ে গেল
ঘুম ভাঙ্গল না আর কোনদিনই তার ।
তুমি চিরকালই সমৃদ্ধ রেখেছ আমাকে
আমি এখনো দেখি, ভোরের শিশির বিন্দু কপালের ঘাম হয়ে গেছে
ফুল, ঘাষ শীতের চুমু খেয়ে লজ্জিত
অমাবস্যা সমুদ্র হয়ে গেছে কবেকার অবহেলা নিয়ে চাঁদের !
আমি এখনো দেখি, রাত্রী বিভাজনে তোমার জোছনা হয়ে উঠা !!
সুতো কাটা ঘুড়ি কি জানে মুক্তি পেলে একদিন
পতন হবে তার গোলক হাওয়ায়
শতবর্ষী বৃক্ষের পাখা মেলে ।
তুমি চলে যাবার পর, আমাকে কেউ তুলে নিয়ে আসতে পারেনি
পানশালার হাঁটুজল ডোবা থেকে
আর কোনদিনই কেউ পারেনি ।
তুমি যা নও, আমি তার চেয়ে বেশি ভেবে
আকাশে ফানুশ উড়াই
সূর্যের উপমা টেনে ।
আমি ভিজছি কতদিন, কতদিন আমি মরু কাঙাল তপ্ত
হেলান দেয়া দেয়ালে মরিচা পড়েছে, দেয়াল দেখছে
আমি দেখছি না কিছুই, আমার ভীষন রাত হয়ে গেছে
আমাদের বহু বছরের পুরনো রাত্রী
কত দীর্ঘ হয়ে গেছে !!!
২৬ আগস্ট ২০১৩
১১ ভাদ্র ১৪২০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।