আমাদের কথা খুঁজে নিন

   

নিজেকে আবিষ্কার আর পুনঃ আবিষ্কার- উতসর্গ সন্ধ্যাবাতি



(সন্ধ্যাবাতি ব্লগে আমি ব্যান সে জন্য পোষ্ট) একজন মানুষের ভিতরেরও একজন মানুষ থাকে। আমরা কি শুধু বাইরের খোলসটাকেই দেখি। এ কি আসলে খোলস? আমার ভিতরে যা আছে তা কি আমি না, সে অন্য আমি? আমি কি প্রবন্চক নিজের কাছেই? আমি তো আমিই। আমার দায় স্বীকার কিংবা ভালোবাসা তো সবই নিজের কাছে। অন্যদের কষ্টি পাথরে আমার যাচাই হবার প্রশ্নও আসেনা।

আমার পা চাইনিজ মেয়েদের মতো জুতা দ্বারা বন্দি নয়। সমাজের কাছেও আমি বন্দি নই। আমার সমাজ আমাকে বানায়না। আমি বরং সমাজ বানাই। আমার বেড়ে উঠার সাথে আমার আশে পাশের কারো কোন ভুমিকা নেই।

আমি নিজের মত করে সব বিচার করি। পুর্ব-নির্ধারিত কোন পথে আমি যেতে চাইনা। কামারের ছেলে কামার আর রাজার মেয়ে রানী হয়না আমার সমাজে। আমি সমাজের রীতিকে চ্যালেন্ড করি, বলি রীতি তুমি কি কার, আমি তোমার না তুমি আমার? এ শেখায় আমার ধর্ম-ইসলাম। রাসুল নিজের বাবা মার ধর্মকে পরিবর্তন করেছিলেন।

সমাজের হাজার রীতি নীতিকে নতুন করে গেথেছিলেন। আমাদের দেশের সমাজ কে রীতি নীতি ভান্গার সুযোগ দিতে হবে, আমাকে? কেনো, আমরা কি নিজেরা দামাল ছেলের মত সমাজ ভান্গিনি। আমাদের পিতামহরা স্লোগান দিয়েছেন "হাত মে বিড়ি, মুখ মে পান, লড়কে লেংগে পাকিস্তান। আমাদের পিতার স্লোগান দিয়েছেন " রাষ্ট্র ভাষা বাংলা চাই" " বীর বান্গালী অস্ত্র ধরো , বাংলাদেশ স্বাধিন করো"। আমরা কি আমাদের সমাজের রীতি নীতির কাছে বন্দি হয়ে গেছি।

এ ব্লগ কি বাংলাদেশের বাইরে যে আমরা নতুন ধারনা কে নিতে পারিনা। সে ধারনা যদি হয় প্রগতির, সমাজের ভালোর জন্য, অবশ্যই পারি। কিন্তু সে যদি হয় প্রগতির বিরুদ্ধে আর নীতি নির্ধারক যদি আগেই আষ্টে পিষ্টে বাধা থাকে তার পুর্ব পুরুষের ধর্ম আর গ্রন্হের কাছে তাহলে সে বাধন ছিড়বে কি করে। নিজেকে আবিষ্কার করার জন্য নিজের মুক্ত করতে হয়। চাইনিজ মেয়েরা তাদের পাকে যেভাবে মুক্ত করেছিল।

না হলে নিজ দায়িত্ব না নিয়ে সকল সময় সমাজ, ব্লগ আর অন্যদের দোষ দিতে হয়। আমি আমিই আর আমি যদি বন্দি হই কারো কাছে সে দায়িত্ব আমার অন্য কারো নয়। আমাকে যদি কেউ দশ হাতি শিকল দিয়ে বন্দি করে ধর্মের অনসুশাসনের নামে বন্দি করে, সে দায়িত্ব আমার। ইশ্বর আমাকে সব দিয়েছেন আরো দিয়েছেন নিজের ডিগনিটি এবং ব্যাক্তি স্বত্বা নিয়ে বেচে থাকার মেধা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.