আমাদের কথা খুঁজে নিন

   

আপনার একটু বিলাসিতার কাটছাট করলেই বাচতে পারে একটি জীবন



শীত বাড়ছে হন হন করে। সামনে আসছে আরো কঠিন শীত। এই মূহুর্তে শীতের যে কাপড়গুলো আছে তা দিয়ে সামনের দিনগুলো কাটাতে রীতিমত যুদ্ধে নামতে হবে। বেতন পেয়েই দোড় লাগালাম কাপড় কিনতে। অনেকক্ষণ খুজাখুজির পর পছন্দসই মোটাকাপড়ের একটা লং কোট পেয়েও গেলাম।

দাম ৮০ পাউন্ড। টি কে মেক্স নামক এই কাপড়ের সুপার মার্কেটে সবসময় দাম একটু বেশীই থাকে। যাই হোক পছন্দ যখন হয়েছে কিনবোই। দাম দিতে লাইনে দাড়ালাম। সামনে আরো দুজন মাত্র।

হঠাৎ মোবাইলটা বেজে উঠলো চিৎকার দিয়ে। ছোট ভাইয়ের ফোন। :খবর শুনেছো ভাইয়া ? :কিরে :কাল ঘূর্ণিঝড়ে দেশে অনেক লোক মারা গেছে। অবস্থা খুবই খারাপ। তাদের সাহয্য করা দরকার।

:দেখি কি করা যায়। আমার সামনের দুজন ইতিমধ্যে সরে গেছে। টিলে দাড়ানো সুন্দরী মেয়েটা হাসি দিয়ে ডাকলো। তার দিকে এগুতে এগুতে মাথায় একটা প্রশ্ন জাগলো। এত দাম দিয়ে এই কাপড়টা কি কিনতেই হবে ? নাহ সিদ্ধান্ত বদলে ফেললাম।

মেয়েটা মিথ্যে বললাম:সরি আই থিংক আই গট দ্যা রং ওয়ান। কোটটা জায়গামতো রেখে বেরিয়ে এলাম দোকান থেকে। সস্তায় পাওয়া যায় এমন একটা শীতের কাপড় খুজতে লাগলাম অনেক্ষণ ধরে বিভিন্ন দোকানে। পেয়েও গেলাম ২৫ পাউন্ডে। বাকী ৫৫ পাউন্ড দিয়ে দেবো তাদের জন্য যাদের খাবার নেই,পরণের কাপড়টা নেই।

আমার বিলাসিতার একটু ছাড় দিয়েই অন্তত একটি দুঃস্থ মানুষের খাবার হবে ,পরণের কাপড় যোগাড় হবে। আসুন এগিয়ে আসি। হাতে হাত মিলিয়ে বলি: "মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.