আমাদের কথা খুঁজে নিন

   

আপনার প্রয়োজন – আমাদের অঙ্গীকার! প্রয়োজনের সবকিছুই পাবেন বিডিহাটে

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বিডিহাট ডট কম' Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.com.bd
মানুষের চাহিদা কখনো শেষ হয় না। একটি চাহিদা পূরণ হতেই নতুন চাহিদা জন্ম নেয়। এটি মানুষের কোন দোষ নেই, এটি মানব জাতির জন্মগত স্বভাব। আর এই বিশাল দুনিয়াতে চাহিদা শেষ হবার ও কথা নয়।

সব ক্ষেত্রেই কিছু না কিছুর প্রয়োজন রয়েছে। দৈনন্দিন জীবনেই বাচার জন্য কতকিছুর প্রয়োজন।
আপনার প্রয়োজনের কথা মাথায় রেখে বিডিহাট ডটকম তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আপনি যেখানেই থাকুন না কেন আপনার শপিং চলবেই। আপনি যে পণ্যই কিনতে চান সেই পণ্যই পাবেন বিডিহাট ডটকমে।

জামাকাপড়, প্রসাধনী, বই, খেলা-ধুলার সরঞ্জাম, ইলেকট্রনিক সামগ্রী আর কত কি! এখন আর আপনার সুপার সপ বা মার্কেটে যাওয়ার প্রয়োজন নেই শুধু আপনার ইন্টারনেট ব্রাউজারে http://www.bdhaat.com লিখে এনটার বাটনটি চাপুন দেখবেন গোটা মার্কেট আপনার সামনে হাজির।

কম্পিউটার এক্সেসরিস এর জন্য এখন আর কম্পিউটার আক্সেসরিসের মার্কেটে যাওয়ার প্রয়োজন নেই ঘরে বসেই কিনুন আপনার প্রয়োজনীয় পার্টসটি। পেন ড্রাইভ, হেডফোন, হার্ড ডিস্ক, র‍্যাম, মাদার বোর্ড, প্রসেসর, বিভিন্ন ধরনের ক্যাবল, ল্যাপটপ কুলার, রাউটার, টিভি কার্ড, কার্ড রিডার, সাউনড কার্ড, মাউজ, কি বোর্ড, ইউএসবি হাব ইত্যাদি ইত্যাদি প্রায় সবই পাওয়া যাবে বিডি হাটে। তাই প্রয়োজনের সময় বিদিহাটকে স্মরণ করুন, আমরা সব সময় আছি আপনার পাশে।
বিভিন্ন ব্র্যান্ডের আয়রন পাবেন বিডিহাটে, বিভিন্ন মূল্যের বিভিন্ন কার্যক্ষমতা সম্পন্ন আয়রনের সমাহার দেখা যাবে বিডি হাটে, আপনি আপনার প্রয়োজন বুঝে বেছে নিন আপনারটি।



বিস্তারিত জানুনঃ http://www.bdhaat.com/bdhaat/electronics/iron.html
ঘরে বসেই লাচ্ছি তৈরি করুন, ফলের জুস তৈরি করুন নিমিষেই, আর এ জন্য দরকার একটি গুনগত মান সম্পন্ন ব্লেন্ডার। কোন চিন্তা নেই, বিদিহাট সেই ব্যাবস্থা করেছে, আপনি বিদিহাটের সাইট থেকে কিনে নিন আপনার পছন্দেরটি। ব্লেন্ডার শুধু লাচ্ছি বা জুস তৈরিতেই কাজে লাগে না বরং হলুদ , মরিচ, আদা, বাটায় ব্যাবহ্রিত পাটা পুতার বিকল্প হিসেবেও কাজ করে।

বিস্তারিত জানুনঃ http://www.bdhaat.com/bdhaat/electronics/appliance-1/blender-mixer.html
ইলেকট্রিক কেটলি পাবেন বিডি হাটে। ইলেকট্রিক কেটলি থাকলে আপনার আর চা গরম রাখার জন্য ফ্লাস্ক এর প্রয়োজন পড়বে না এছাড়া চা বা কফি তৈরির জন্য চুলার আগুনেরও প্রয়োজন হবে না তখন।

তাই কোন বাড়তি ঝামেলা ছাড়াই চা বা কফি উপভোগ করতে আজই একটি ইলেকট্রিক কেটলি কিনে ফেলুন।

বিস্তারিত জানুনঃ  http://www.bdhaat.com/bdhaat/electronics/appliance-1/electric-kettle.html
নিজের ও পরিবারে সকলের স্বাস্থ্য সচেতনতায় ওজন পরিমাপক যন্ত্র খুবি প্রয়োজনীয় একটি জিনিস। আপনার পরিবারের এই প্রয়োজনের কথা মাথায় রেখে বিডিহাট ডটকম ডিজিটাল স্কেল এর ব্যাবস্থা করেছে। খুব কম দামেই পাওা যাচ্ছে বিভিন্ন ধারন ক্ষমতার বিভিন্ন ডিজিটাল স্কেল।

বিস্তারিত জানুনঃ http://www.bdhaat.com/bdhaat/electronics/appliance-1/digital-scale.html
এছাড়া টেলিভিশন, ফ্রিজ, ডিভিডি প্লেয়ার, ভ্যাকুয়াম ক্লিনার, ক্যামেরা, ওয়াটার পিউরিফাইয়ার, মোবাইল সেট, মাইক্রো ওয়েভ, জেনারেটর, ওয়াসিং মেশিন, সাউনড সিস্টেম পাওয়া যাবে বিডিহাট ডটকমে।


বিস্তারিত জানুনঃ http://www.bdhaat.com/bdhaat/electronics.html
আর বিডিহাট ডটকম থেকে পণ্য কিনতে  কোন ঝামেলা নেই, আপনি পণ্য পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিতে পারবেন, ফোনেও অর্ডার করতে পারবেন, তবে অনলাইনে প্রায় সকল ধরনের পেমেন্ট সিস্টেম এর ব্যাবস্থা রেখেছে বিডিহাট ডটকম, আপনি বিকাশ, ডিবিবিএল নেক্সাস, মাসটার, ভিসা কার্ডও ব্যাবহার করতে পারবেন। আর প্রবাসীদের জন্য রয়েছে আমেরিকান এক্সপ্রেস, ডিস্কভার, পে পাল এর মত পেমেন্ট সিস্টেম ব্যাবহারের সুবিধা।
তাই নতুন প্রযুক্তির নতুন সেবা গ্রহনে আর পিছিয়ে না থেকে আজই লগ ইন করুন
https://www.bdhaat.com/bdhaat/customer/account/create/
আপনার প্রয়োজনীয় প্রায় সকল পন্যই পাবেন বিডিহাট ডট কম এ। খাবার সামগ্রী থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের সকল পন্যের সমাহার নিয়ে এসেছে বিডিহাট ডট কম।

BDhaat.com বাংলাদেশের অন্যতম বড় একটি অনলাইন শপিং ওয়েবসাইট।

 BDhaat.com এর সবচেয়ে আকর্ষণীও বিষয় হল এর বিশাল পন্যের সমাহার। আপনার প্রয়োজনীয় এবং পছন্দের প্রায় সকল পন্যই পাবেন আপনি BDhaat.com এ।
ফল, পানিয়, ফাস্টফুড সহ বিভিন্ন ধরণের খাবার সামগ্রী আছে BDhaat.com এ। রয়েছে বিভিন্ন ইলেকট্রনিক্স পন্য। আপনার শিশুর বা প্রিয়জনের জন্মদিনে কেক অথবা গিফট নিয়েও ভাবতে হবে না, পেয়ে যাবেন BDhaat.com এ।

আরো আছে বই, সিডি-ডিভিডি, খেলনা, গ্লাস-মগ, আরো কত কি! BDhaat.com এর বিশাল ভান্ডার থেকে কিছু পন্যের তালিকাঃ

আরো অনেক কিছুই পাবেন BDhaat.com এ। বিভিন্ন পন্যে ছাড় তো পারচ্ছেনই এছাড়া আছে ফ্রী হোম ডেলিভারি ব্যবস্থা। তাহলে আর দেরী কেন? তাই দেরি না করে আজই আপনার পছন্দের এবং প্রয়োজনীয় জিনিস কিনে নিন BDhaat.com থেকে

BDhaat.com আপনাকে দিচ্ছে স্বল্পমূল্যে সেরা মানের নিশ্চয়তা। পন্য কিনে লস হবার কোন সুযোগ নেই।  BDhaat.com তাদের ক্রেতাদের কাছে মানসম্মত পন্য বিক্রি করে।

মান ভাল তাই দাম বেশি? মোটেও নয়, BDhaat.com এ আপনি অন্য জায়গা থেকে কম মুল্যে পাবেন আপনার প্রয়োজনীয় পন্য। উন্নত মানের পন্য সরবরাহ করাই BDhaat.com এর লক্ষ। আর যদি ডেলিভারি পাবার পর পন্য আপনার পছন্দ না হয় তবে আছে ফেরত দেবার ব্যবস্থা! তাই দেরি না করে আজই সেরা মানের পন্য কিনুন BDhaat.comথেকে।

অনলাইন শপিং এ ক্রেতাদের আরো আগ্রহী করে তুলতে BDhaat.com ক্রতাদের দিচ্ছে ফ্রী হোম ডেলিভারি। আপনার পছন্দের পন্য ক্রয় করলে ২৪ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার নির্ধারিত ঠিকানায়।

দিতে হবে না কোন এক্সট্রা চার্জ। এছাড়া ডেলিভারি পাওয়ার পর পন্য পছন্দ না হলে রয়েছে ফেরত এর ব্যবস্থা।

শুধুমাত্র পন্যের মূল্য পরিশোধ করেই পেয়ে যাচ্ছে হাতে। পন্য আপনার বাসায় পৌঁছে যাবে কোন আলাদা খরচ ছাড়া। তাই অনলাইন শপিং করতে আর ভাবনার কি আছে? আজই আপনার অনলাইন শপিং শুরু করে দিন BDhaat.com থেকে।



আপনাদের সুবিধার কথা চিন্তা করে BDhaat.com নিশ্চিত করছে সবচেয়ে সহজ, দ্রুত এবং নিরাপদ পেমেন্ট ব্যবস্থা।
বিডিহাট স্টোর কার্ড একটি বিকল্প পেমেন্ট পদ্ধতি। যারা নিজের ক্রেডিট কার্ড ব্যবহার করতে চায় না, বা যাদের ক্রেডিট কার্ড নেই তারা এ পদ্ধতি ব্যবহার করতে পারেন। বিডিহাট স্টোর কার্ড কিনতে বিডিহাট এর যেকোনো ব্যাংক এ টাকা পাঠিয়ে টাকা পাঠাঙ্কোর প্রমাণinfo@bdhaat.com তে ইমেইল অথবা  88-01764428336 তে মেসেজ করে পাঠাতে হবে। বিডিহাট স্টোর কার্ড কিনলে একাউন্ট এ ২% বোনাস যুক্ত হবে।


আপনি যেকোনো বাংলাদেশি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। বাংলাদেশি VISA, DBBL Nexus ইত্যাদি দিয়ে কোন অতিরক্ত চার্জ ছাড়াই পে করতে পারবেন।
যেকোনো ইন্টারনেশনাল ক্রেডিট কার্ড (Visa, Master Card, Discover, and American Express) দিয়ে পে করতে পারবেন কোন অতিরিক্তি চার্জ ছাড়া।
আপনি আপনার মোবাইল এর সাহায্যে বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
আপনার পেপাল একাউন্ট থেকেও পে করতে পারবেন।


Bdhaat.com (24/7)
৫৭/১১, নিচতলা, পূর্বরাজাবাজার, পান্থপথ, তেজগাঁও, ঢাকা-১২১৫
+৮৮০২৮১২৩৮৯১ (২৪/৭) +৮৮০১৭৬৪৪২৮৩৩৬ (২৪/৭) +১৮৮৮৫২০১৭৭২ (২৪/৭)
info@bdhaat.com

আপনার যেকোনো সমস্যায় সাহায্যের জন্য রয়েছে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন ফোন ও লাইভ চ্যাট সাপোর্ট।  BDhaat.com এর লাইভ সাপোর্ট দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন খোলা থাকে। আপনি যখন খুশি আপনার সমস্যা নিয়ে হাজির হতে পারেন BDhaat.com এর ফোন অথবা লাইভ চ্যাট সাপোর্ট এ। আপনাকে সাহায্য করার জন্য তারা অপেক্ষায় আছে।
Call Us +88-028123891 +88-01764428336 +1-888-520-1772 (24/7)
এটি একটি Sponsored টিউন।

এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বিডিহাট ডট কম' Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.com.bd

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.