আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধকার আর আমি পাশাপাশি!!!



সেদিন অনেক রাত হয়ে গেল আনিসুল হক এর 'মা' উপন্যাস টি পড়তে পড়তে, আর ইচ্ছা করছিল না ঘুমাতে, গুমোট অন্ধকারে আমারো গুমোট হয়ে বসে থাকতে ভালো ও লাগছিল। বসে ছিলাম আর শুধু মা দের কথা মনে হচ্ছিল, পৃথিবীতে মা দের আগমন কি শুধু ঝড় ঝাপ্টা বুকে লালন করে একদম নি:স্ব হয়ে অভিমান গুলোকে স্বযতনে গোপন করে হাসি মুখে দুরে চলে যাওয়া!!! কিন্তু মা দের অব্যাক্ত্ কষ্টগুলো কি আমরা কখনো ঘোচাতে পারবো!!! জানিনা... শুধু জানি আমি আর অন্ধকার বসে আছি পাশাপাশি, অন্ধকার হয়তো ঘুচবে তাড়াতাড়ি ই.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।