আমাদের কথা খুঁজে নিন

   

আবুল হাসান (আগস্ট ৪, ১৯৪৭ - নভেম্বর ২৬, ১৯৭৫)

প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে

রাজা যায় রাজা আসে (১৯৭৩) তোমার দীর্ঘ জীবন আমি চাই নি কখনো অবচেতনেও মৃত্যু ভেতরের খবরাদি জেনেছে আগেই পৃথিবীতে করণীয় শেষ হলে চলে যাওয়া ভালো যে তুমি হরণ কর (১৯৭৪) এত প্রেম কোথায় ধরেছ এই দেহ ঝরনায়-- এত স্ফূর্তি ক্ষতের বেদনাঘন মনীষার নিটোল প্রবাহে আমি তো আমূল মন ভেসে যাই কলাগন্ধী তোমার যত মৃন্ময় শব্দযূথ আমাকে হরণ করে কোন আঁধারপুরীতে যাবে নিয়ে পতন সামলে নিয়েছি আমি অল্পেই পৃথক পালঙ্ক (১৯৭৫) তোমার সকাশে আর সহজে যাব না আমি এক তুচ্ছজন কবিতার প্রতিবেশী আজীবন শ্রমসহবাসী চাই না যে আমার কবিতাস্বত্ব নিয়ে কাড়াকাড়ি হোক এতজল তোমার সাগরে আর ছোট এই নদী আমি কী সাহসে মিশে যাব মোহনায় তোমার সাম্রাজ্যে কে আমার ঢেউ নেবে চিনে দূরে রব চির অমলিন গল্পসংগ্রহ (১৯৯০) আরেকজন আবুল হাসান আমি চাই না


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.