পরম করুনাময় ও মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
গভীর রাতে যখন ঘরে একলা বসে থাকি,
কান্না ভরা চোখে প্রভু তোমায় আমি ডাকি।
আমার চোখের জল যে প্রভু তোমারইতো দান,
কেন মোরা বুঝিনা তুমি যে মহান ;
আমার চোখের জল যে প্রভু তোমারইতো দান।।
সুখের সময় যাই যে ভুলে করুনা তোমার ,
দুঃখের দিনে পড়ে মনে তোমায় বারে বার।
বিচার দিনে আমায় করে দিও তুমি পার।
জগত জুড়ে কোটি মানুষে কতনা গল্প চলে,
কেন প্রভু তোমার কথা মোদের নাহি বলে।
মোদের দয়া করো প্রভু জপিতে তোমার নাম,
সবার উপরে তুমি যে প্রভু চির মহান।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।