সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!
আজকে লিখবো মতিয়ুর রহমান নিজামীকে নিয়ে। সে পাবনা ১ থেকে নির্বাচিত সাবেক সাংসদ ও সাবেক শিল্প মন্ত্রী।
নিজামীর কথা বলতে গেলে আলবদর সম্পর্কে কিছু বলা লাগে। আলবদরের প্রধান পদগুলো ছিল জামাতের নেতাদের অধিকারে। আলবদর সম্পর্কে সংগ্রাম পত্রিকাতে লেখা হয়ঃ “যেখানে তথাকথিত মুক্তিবাহিনী আলবদর সেখানেই” (১৪ সেপ্টেম্বর ১৯৭১)।
জামাতে ইসলামীর আমির নিজামী একাত্তরে ছিল ঘৃন্য আলবদর বাহিনীর সারা পাকিস্তানের প্রধান। ঢাকার আলীয়া মাদ্রাসায় ২৩ সেপ্টেম্বরে আলবদরের এক সমাবেশে নিজামী বলে “যারা ইসলামকে ভালোবাসে শুধুমাত্র তারাই পাকিস্তানকে ভালোবাসে”। এই আলবদর বাহিনীর অন্যতম প্রধান কুকর্ম ছিলো নির্বিচারে বুদ্ধিজীবি হত্যা।
ইসলামের কথা বলে সাধারন মানুষকে বোকা বানিয়ে এই লোকগুলাই ক্ষমতায় আসে। কিন্তু ক্ষমতায় যেয়ে তাদের আচরনে অন্য দুর্নীতিবাজ দলগুলোর নেতাদের কোন পার্থক্য দেখা যায় না! এই নিজামীর বিরুদ্ধেই প্রচুর দুর্নীতির অভিযোগ আসছে।
তার কিছু নিচে দেয়া হলো।
বিগত জোট সরকারের আমলে সকল নিয়মনীতি ভংগ করে বরাদ্ধকৃত জমিতে (বনানীর ১৬ নং রোডের ৬০ নাম্বার প্লটে) নিজামী বাড়ী তৈরী করছে যা রাজউককে পর্যন্ত জানানো হয় নাই। কিসে ভুমিকা রাখার জন্য এই পুরস্কার সে পেলো, সেইটা একটা প্রশ্ন বটে!
একুশে আগস্টের (২০০৪) গ্রেনেড হামলা ও ২৮ অক্টোবরের (২০০৬) হত্যাকান্ডের জন্য নিজামীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশের সরকারী ক্রয় সংক্রান্ত নীতি নির্ধারনী ক্ষমতার অধিকারী মন্ত্রীপরিষদ কমিটির একজন ছিল নিজামী যারা গ্যাটকোর সকল দুর্নীতিতে সায় দিয়ে গেছে। অবশেষে কিছুদিন আগে গ্যাটকো করাপশনের জন্য নিজামীর বিরুদ্ধে চার্জশিট দায়ের করা হয়েছে।
এই হইলো সৎ লোকের নমুনা!
নিজামী তার আপন ভাগ্নে বাকীবুল ইসলামকে বিনা দরপত্রে চিটাগাং স্টীল মিল কর্পোরেশনের মালামাল কেনার সুবিধা দেওয়ার জন্য পাঁচবার সুপারিশ করে। সেই সুযোগ নিয়ে ভাগ্নে বাকীবুল লোহা লক্কর ব্যবসায়ী মিজানুর রহমানের কাছ থেকে পঁচিশ লাখ টাকা হাতিয়ে নেয় ১৫ দিনের মধ্যে দরপত্র ছাড়াই স্ক্র্যাপ দেবার আশ্বাস দিয়ে। কত ১৫ দিন গেলো কিন্তু মিজানুর আম ছালা সবই হারাইছে। মালও পায় নাই, টাকাও না। সৎ লোকের নমুনা!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।