আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
কয়েকদিন আগে এক খিলগাঁও খিদমাহ হাসপাতালের পেছন দিকের রাস্তা দিয়ে আনসার ক্যাম্পের দিকে যাচ্ছিলাম এবং সেখানে গেটে বসা রুগ্ন-চেহারার এক অসহায় নিরাপত্তা রক্ষীকে দেখে আমার এ কবিতা লেখা। এবং খিদমাহ হাসপাতালের সে নিরাপত্তা রক্ষীর প্রতি উৎসর্গ আমার ও যে মঞ্জু নামের যে ছাত্রের জন্মদিন অনুষ্ঠানে সেদিন যাচ্ছিলাম এ কবিতা লেখা প্রচেষ্টা।
জীবন কেটে যায়
দরজার পাশে/পাছে টুলে বসে, আর
বিড়ির ধোঁয়ায় কেঁশে কেঁশে ।
নাম মজুরির অভাবী সংসারে
ঋণের জালে ফেঁসে ফেঁসে
নিঘর্ূৃম রাতে ত্যক্ত মনে
সীমা প্রাচীরে হেটে হেটে । আর
বিড়ির ধোঁয়ায় কেঁশে কেঁশে ।
বয়স বেড়ে যায়
গেটের পাছে তক্তা টুলে বসে বসে
চিন্তার ক্ষতে ব্যাথ্যার খাঁচায়
স্বপ্নর মলম ঘষে ঘষে। আর
বিড়ির ধোঁয়ায় কেঁশে কেঁশে ।
জীবন কেটে যায়
যৌবন ফেটে যায়
নিরুপায় রাতে শূন্যতার সাথে
গেটের কোনায় জেগে জেগে । আর
বিড়ির ধোঁয়ায় কেঁশে কেঁশে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।