আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
ভিক্ষা দাও
দুটো ভাতের বিরহে মরছি যাতনায়
বেদনাময় আয়ু ঝরছে কাদনায়,
না আছে দিনার
না আছে কোন বাহু
লবনাক্ত জলে আশা ভাসা ভাসা আয়ু
এই দেখ পঞ্চ অঙ্গুলি পেতেছে কোল
এই দেখ ব্যর্থ কন্ঠ মাতামের পিটছে ঢোল
চেয়ে দেখ ক্ষুর্ধাত নয়ন পানে
কেন ছুটছো সন্মুখে
কিসে এত ব্যস্ততা টানে
দাও ভান্ডার হতে ক্ষুদে আনা
না হয় দাও ছুড়ে পেটের ভেতরেরও এক দানা
তবুও ভিক্ষা দাও
দূর্ভিক্ষের জ্বালায় ধুকছি
দৈণ্য -দস্যুতায় কামানায় ফুসছি
দেখ, খাবলে বসব হয়ত,
ধৈর্য্য হারায় ক্ষুধার মেলায় পথ,
পোষন দাবীতে দৃঢ় হচ্ছে হনন শপথ
সাহায্য দাও
ভিক্ষা দাও।
নয়তো------------------------।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।