যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি
ঘূর্নিঝড় সিডর সর্বমোট ২২টা জেলাকে ষ্পর্শ করেছে।
১২ জেলার শস্য মাটিতে মিশে গেছে।
আমন ফলনের ১২ লক্ষ টন ধংশ হয়ে গেছে।
ঢাকার আশে পাশের জেলা (মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জ) সব্জি ফলন শেষ।
যারা মারা গেছে - তাদের চেয়ে যারা বেঁচে আছেন - তাদের কমপক্ষে ২ বেলা খাবার দরকার।
দরকার বিশুদ্ধ পানি আর ঔষদ।
কমপক্ষে ১৭ লক্ষ মানুষ এখন খোলা আকাশের নীচে - আসছে শীত। মৃতের কাফনের চেয়ে জীবিতকে বাঁচানোর জন্যে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহন আবশ্যক।
বাংলাদেশ সরকার তাদের সম্পদের সর্বোচ্চ নিয়োগ করেছে ত্রান ও পূর্নবাসন কাজে।
উপরে তথ্যগুলো কি আমাদের ওয়ালেট খোলার জন্যে যথেষ্ঠ নয়।
তারপরও যদি কেহ মৃত মানুষের বিকৃত মৃতদেহ দেখার আবদার জানায় - মৃতের সংখ্যা কত আর সঠিকতা যাচাই করার জন্য ব্যকুল হয় - তাহলে তাদের চিন্তাচেতনা নীচতা আর বিকৃত রুচীর জন্যে করুনার উগ্রেক হওয়া ছাড়া কিই বা হতে পারে।
প্রবাসীদের বলছি - আসুন, দ্রুত বাংলাদেশ সরকারের পাশে দাড়াই।
যে যা পারি, দ্রুত প্রধান উপদেষ্টার ত্রান তহবিল বা রেড ক্রিসেন্ট বা কোন এনজিওকে পাঠিয়ে দেই আর প্রার্থনা করি - সৃস্টিকর্তা যে দূর্গতদের মনোবল বৃদ্ধি করেন। যাতে এরা দ্রুত ঘুরে দাড়াতে পারে।
রেডক্রিসেন্ট এর মাধ্যমে টাকা পাঠানোর উপায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।