.........
এক বার ভাবুন তো বাংলা মায়ের মুখের একটি বর্নের জন্য কত দাম দিতে হয়েছে-----
জানেন আপনি----- একটি অ এর জন্য 6122৫ জনের বুকের তাজা রক্ত এবং প্রায় ৫১০৩ জন্য মা হতে হয়েছে চরম ভাবে লঞ্ছিত ----
এ হিসাব টা শুধু ৭১এর ---
৫২ থেকে ৭১ পর্যন্ত আরো কত জীবন গেছে তা হয়তো আমাদের জানা নেই-------
আর আমারা সেই ভাষাকে গুলিয়ে ফেলছি বাংলিশে---
আপনি ইংরেজীতে কথা বলুন এটা কোন দোষের কিছু না--
তখনই নিজেকে চরম আপমানিত বোধ করি যখন দেখে বাংলার মাঝে বাংলাশ বলছে--- হু কিছু কিছু শদ্বের বাংলা বলা দুরুহ তাই আপনি সেগুলো ইংরেজীতে বলতেই পারেন ----
এখন কার নাটক গুলোতে বাংলিশের যে ছড়া ছড়ি দেখতে আর রুচিতে আসেনা, এসব শিল্পীরাই আবার ২১ এলে নানান স্বপ্নের কথা আমাদের শোনান-----
আসুন যে ভাষা পেতে আমাদের বাব ভাই মা বোনদের চড়া মূল্য দিতে হয়েছে, সে ভাষাকে আমরা যেনো ২১ এর মাঝে ---
বৈশাখের পান্তা খাওয়ার মত বেধে না ফেলি----
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।