আমাদের কথা খুঁজে নিন

   

যে ভাষা পেতে আমাদের বাব ভাই মা বোনদের চড়া মূল্য দিতে হয়েছে, সে ভাষাকে আমরা যেনো ২১ এর মাঝ, বৈশাখের পান্তা খাওয়ার মত বেধে না ফেলি

.........

এক বার ভাবুন তো বাংলা মায়ের মুখের একটি বর্নের জন্য কত দাম দিতে হয়েছে----- জানেন আপনি----- একটি অ এর জন্য 6122৫ জনের বুকের তাজা রক্ত এবং প্রায় ৫১০৩ জন্য মা হতে হয়েছে চরম ভাবে লঞ্ছিত ---- এ হিসাব টা শুধু ৭১এর --- ৫২ থেকে ৭১ পর্যন্ত আরো কত জীবন গেছে তা হয়তো আমাদের জানা নেই------- আর আমারা সেই ভাষাকে গুলিয়ে ফেলছি বাংলিশে--- আপনি ইংরেজীতে কথা বলুন এটা কোন দোষের কিছু না-- তখনই নিজেকে চরম আপমানিত বোধ করি যখন দেখে বাংলার মাঝে বাংলাশ বলছে--- হু কিছু কিছু শদ্বের বাংলা বলা দুরুহ তাই আপনি সেগুলো ইংরেজীতে বলতেই পারেন ---- এখন কার নাটক গুলোতে বাংলিশের যে ছড়া ছড়ি দেখতে আর রুচিতে আসেনা, এসব শিল্পীরাই আবার ২১ এলে নানান স্বপ্নের কথা আমাদের শোনান----- আসুন যে ভাষা পেতে আমাদের বাব ভাই মা বোনদের চড়া মূল্য দিতে হয়েছে, সে ভাষাকে আমরা যেনো ২১ এর মাঝে --- বৈশাখের পান্তা খাওয়ার মত বেধে না ফেলি----

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.