আমাদের কথা খুঁজে নিন

   

শেকৃবিতে শিক্ষক নিয়োগ স্থগিতের আদেশ

এক রিট আবেদনের শুনানি করে হাইকোর্টের বিচারপতি মোয়াজ্জেম হোসেন ও বিচারপতি শহীদুল ইসলামের বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।
রিট আবেদনকারী এম এম উজ্জ্বল আহমেদ লিটনের আইনজীবী ড. রফিকুল ইসলাম মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম ভেঙে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়।
“শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় যে নীতিমালা দিয়েছে সে অনুযায়ী বিজ্ঞাপতিতে মুক্তিযোদ্ধা  কোটা রাখার কথা বলা হয়নি। টেকনিক্যাল বিভাগে শিক্ষকের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ ৫ এর মধ্যে ৪ পাওয়ার বাধ্যবাধকতাও শিথিল করা হয়েছে।”
তিনি জানান, নিয়োগের ওই বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করার পাশাপাশি একটি রুল জারি করেছে আদালত।
রিট আবেদনকারী উজ্জ্বল আহমেদ মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আবেদন করলেও নিয়োগ পেতে ব্যর্থ হন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শা’দাত উল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের আদেশ হাতে পেলে তারপর বিস্তারিত বলতে পারব”।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।