কি বলব শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
গতকাল রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে বেসরকারী বিনোয়োগ করার জন্য শীঘ্রই আইন করা হবে । তিনি আরো বলেন, দেশের অর্থনীতি উন্নয়নে কৃষি শিক্ষার যথেষ্ট ভূমিকা রয়েছে। সেই সাথে কৃষিবিদদেরও রয়েছে গুরুত্বপূর্ণ অবদান।
দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ করতে হলে কৃষি ও কৃষিবিদদের ছাড়া কোন কিছু কল্পনা করা যায় না। কিন্তু বর্তমান কৃষিবিদরা তাদের গবেষনার জন্য তেমন কোন সুযোগ সুবিধা পাচ্ছেন না বলেই কৃষি খাত জিমিয়ে পরতে শুরু করেছে।
শিক্ষা মন্ত্রী আরো বলেন, যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করা হয়েছে এখনও সে লক্ষ্য বাস্তবায়িত হয়নি। বর্তমানে আমাদের দেশের প্রচলিত শিক্ষা দ্বারা নতুন প্রজন্মদের গড়ে তোলা সম্ভব নয়। তাই শিক্ষার পাশাপাশি গবেষণা ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে চেষ্টা করতে হবে।
অন্যান্য শিক্ষার পাশাপাশি কৃষি শিক্ষার দিকে বিশেষ নজর দিতে হবে। কারণ দেশে অর্থনীতি উন্নয়নের জন্য সাধারণ কৃষকদের পাশাপাশি কৃষিবিদদের নতুন প্রযুক্তি নিয়ে এগিয়ে আসতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: শাহ্ ই আলম এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনার এমিরিটাস সাইনটিস্ট কৃষিবিদ ড: কাজী বদরুদ্দোজা। তিনি তার স্মৃতিচারণমূলক বক্তব্যে দীর্ঘ ৯১ বছরের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।
কৃষির নতুন নতুন উদ্ভাবন ও সম্ভাবনার কথা উল্ল্যেখ করেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কৃষিবিদ ইনিস্টিটিউশনের মহাসচিব কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেকৃবির এলামনাই এসোসিয়েসনের সভাপতি কৃষিবিদ প্রফেসর মো: শাদাত উল্লা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।