আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে আসছে ভোডাফোন!

পারভেজ

ভোডাফোন গ্রুপ প্রাইভেট লিমিটেড কোম্পানি এর হেডকোয়ার্টার অবস্থিত নিউবারি, বার্কশায়ার, ইংল্যান্ডে। এই বৃহৎ কোম্পানিটি জুলাই ২০০৭ পর্যন্ত মূল্যমান ছিল ৮৪.৭ মিলিয়ন পাউন্ড। বর্তমানে তাদের ইকুয়েটি ইন্টারেস্ট রয়েছে বিশ্বের ২৭টি দেশে এবং পার্টনার নেটওয়ার্ক রয়েছে আরো ৪০টি দেশে। ভোডাফোন নামটি এসেছে ভয়েজ ডাটা ফোন শব্দগুলো থেকে। ২০০৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ৫টি মহাদেশের ২৭টি বাজারে ভোডাফোনের মোট কাস্টমার হলো প্রায় ২০০ মিলিয়ন।

এই পরিসংখ্যানের বিচারে চায়না মোবাইলের পর এটি দ্বিতীয় বৃহৎ টেলিকম গ্রুপ। ইংল্যান্ড, জার্মানি, ইন্ডিয়া, ইটালি, স্পেন, তুর্কি, মিশর এবং ইউএস এর মতো আটটি বাজারে ভোডাফোনের দশ মিলিয়নের বেশি ক্রেতা রয়েছে। সম্প্রতি ভোডাফোন ভারতের হাচফোন এর একটি বড় অংশ কিনে নিয়েছে। এ জন্য তারা ব্যয় করেছে ১১.১ বিলিয়ন ইউএস ডলার। এতো অর্থ ব্যয়ে ভারতের টেলিকম মার্কেটে নিজের অবস্থান করার একটি বড় কারন ভারতে প্রতিমাসে ৬.৫ মিলিয়ন করে ক্রেতা প্রতিমাসে বৃদ্ধি পাচ্ছে।

ভারতের মতো অন্যান্য এমার্জিং বাজারগুলোর প্রতিও ভোডাফোনের রয়েছে। তারই ফলশ্রুতিতে তারা মালেশিয়ার টেলিকম জায়ান্ট টিএম এর সেলুলার অংশের ২৫ শতাংশ কিনে নিয়েছে। সম্প্রতি ব্রিটিশ দৈনিক সানডে টাইমস এই সংবাদ প্রকাশ করেছে। টিএম ইন্টারন্যাশনাল তাদের কার্যক্রম সেলকম নামে মালেশিয়ায় এক্সেল কোমিনডো নামে ইন্দোনেশিয়ায়, ডায়লগ নামে শ্রীলঙ্কায়, একটেল নামে বাংলাদেশে, মোবাইল ওয়ান নামে সিঙ্গাপুরে, স্পাইস কমিউনিকেশন নামে ভারতে, মোবাইল টেলিকমিউনিকেশন অব ইসফানা নামে ইরানে চালিয়ে যাচ্ছে। অর্থাৎ টিএম ইন্টারন্যাশনালের কার্যক্রম মূলত ইমার্জিং মার্কেটেই বেশি।

আর এই সব বাজারে সহজেই প্রবেশ করা যায় যদি টিএম ইন্টারন্যাশনালের একটি বড় অংশের মালিকানা হাতে থাকে। তাই করলো ভোডাফোন সম্প্রতি যদিও এই ইঙ্গিত টিএম এর কোর্ড অব ডিরেক্টর্স দিয়েছিল প্রায় তিন সপ্তাহ আগে এই বলে যে আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে টিএম ইন্টারন্যাশনালকে পুনঃসাজাতে ব্যাপক পরিবর্তন সাধন করা হবে। প্রায় তিন বিলিয়ন ইউএস ডলার দাম পড়েছে টিএম ইন্টারন্যাশনালের এই ২৫ শতাংশের। অন্যদিকে এই ঘটনায় মালয়েশিয়ার শেয়ার মার্কেটে টেলিকম মালয়েশিয়া (টিএম) এর শেয়ারের দাম হঠাৎ করেই তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে টিএম ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট কোন ঘোষণা পাওয়া যায়নি ভোডাফোনের সাথে তাদের এই নয়া লেনদেনের।

যদিও ভোডাফোনের সাথে টিএম এর আগে থেকেই একটি স্ট্র্যাটেজিক অংশীদারিত্ব ছিল। অন্যদিকে টিএম ইন্টারন্যাশনাল সানডে টাইমসের এই অংশীদারিত্ব বিক্রির রিপোর্টটিকে ‘অনুমান নির্ভর’ রিপোর্ট বলে উড়িয়ে দিয়েছে। এবং তারা এও বলেছে এই রকম কোম্পানির নীতি নির্ধারনী বিষয়ের উপর রিপোর্ট নিয়ে তারা কোন সাড়া দেবে না। তবে বিশেষজ্ঞরা বলছেন যদি সানডে টাইমসের প্রতিবেদন সত্যি হয় তবে ডোডাফোন হবে টিএম-এর প্রভাবশালী অংশীদার। আর ভোডাফোনের প্রযুক্তিগত দক্ষতা এবং অভিজ্ঞতা ইমার্জিং দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

অন্যদিকে টিএম ইন্টারন্যাশনালের ২৫ শতাংশ ভোডাফোনের কিনে নেয়ার মানে হচ্ছে বাংলাদেশে টিএম এর বিনিয়োগ একটেল এর মাধ্যমে ভোডাফোনের বাংলাদেশের বাজারে প্রবেশ করা। বিশেষজ্ঞরা এই সম্ভাবনাকে বেশি গুরুত্বের সাথে দেখছেন যেহেতু এই বছরই ভোডাফোন বাংলাদেশের প্রতিবেশী ভারতের হাচ কোম্পানিকে নিজেদের করে নিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.