আমাদের কথা খুঁজে নিন

   

দাদন ব্যবসায় গ্রাম বাংলা জমজমাট! কতভাবে উপকারের নামে শোষন করা যায়? আপনার আওয়াজ চাইছি- একটা আন্ত: ফোরামে সবাইকে বাস্তব দেখাব বলে।

আমি নেই তাদের সাথে, যারা নিজকে ভাবে সম্মানী আর পরকে ভাবে বাজে----

নোবেল বিজয়ী, ড: ইউনুস কিসের ব্যবসা করেন? কোথায় যেন তার বক্তব্য পড়েছিলাম যে - আমি টাকার ব্যবসা করি, এক জায়গা হতে টাকা কিনি আর অন্যখানে বেচি। কত দিয়ে কিনছি আর কততে বেচছি এটা খেয়াল করলে বেশি সুদ কথাটা ঠিক না। (মুলভাব এরকম)। [অন্যরকমের মন্তব্য দেখুন।] যাইহোক ভয়াবহ খবর এই যে, মাইক্রো-ক্রেডিট ব্যবসা এখন জেলা ও গ্রামে ফ্রিল্যন্স পেশা হিসেবে দেখা যাচ্ছে। সুদ অবাস্তবকেও ছারিয়ে যায়। জমি বন্ধক আর একটি এরকমই কাজ। যতদিন টাকা ফেরত দিতে পারবে না ততদিন জমি মহাজনের। এটা কি সঠিক? শোষন চলছে নানাভাবে। আরও কতোভাবে এদেশে মানুষ মানুষকে শোষন করছে, উপকারের নাম করে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।