আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের চিঠি-১



প্রেমিকা কে লেখা চিঠি-১ আমার নারী: আজ সারাদিন শুধু তোমার কথা ভেবেছি। রৌদ্রে দেখেছি তোমার হাসি, মেঘে দেখেছি তোমার কালো চুল। বাতাসে ভেসে আসা গন্ধে পেয়েছি তোমার চুলের গন্ধ। সে গন্ধে আনমনা হয়ে ভেবেছি রজনীগন্ধার সুবাশ, আমায় সে গন্ধ বড় আনমনা করে দেয়, মনে করিয়ে দেয় ছোটবেলায় আমার মার বলা সেই রুপকথার গল্প। রাজকন্য, রাজপুত্রর গল্প।

আমি যেন সেই রাজপুত্র, টগবগিয়ে ঘোড়ায় চড়ি যাচ্ছি বন্দি রাজকন্যা উদ্ধারে। রাজকন্যা বন্দি সেই দুষ্ট রাক্ষসে হাতে, রাক্ষস তাকে লুকিয়ে রেখেছে শাপলা দীঘির নিচে। আমায় যেতে হবে শাপলা দীঘিতে, বার করতে হবে তোমার কক্ষ, তোমার পায়ের কাছে সোনার কাঠি, মাথার কাছে রুপার কাঠী। কাঠি বদলালেই রাজকন্য জেগে উঠবে। আমার রাজকন্য কবে জাগবে, বলবে আমার রাক্ষসের প্রান কোন শাপলা ভ্রমরের কাছে লুকানো।

কোন সে ভ্রমর যার গুনগুন শব্দে আমি সে রাক্ষসকে মেরে রাজকন্যাকে জাগিয়ে নিয়ে যাবো আমার প্রাসাদের, সেখানে আমাদের নটে গাছটি মুড়াবে ঢুলীর ঢাকের বাদ্যে। ঢুলীর বাদ্য বাজেনা, বাজে তীব্র বাসের হর্নের আওয়াজ, বাসের কন্টাকটর বলে উঠে মহাখালী, মহাখালী। আমার রুপকথা শেষ হয়, আমি স্যান্ডেল লটকে লটকে নেমে যাই, হাটা দেই জীবিকার জন্য আমার রাজকন্যাকে সযতনে রেখে। আজ রাতে আবার তোমায় স্বপ্ন দেখো, এখন ঘুমোও রাজকন্য, তোমার পায়ের কাছে, সোনার কাঠি, মাথার কাছে রুপার কাঠি, এ ঘুম কি সহজে ভান্গবে ? তোমার পুরুষ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.