আমাদের কথা খুঁজে নিন

   

শিপন, দোস্ত- তুই টাকা পাঠালি, এ দিয়ে আমি কি করব (এত তো টাকা না হিরা)

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

দোস্ত- জীবন আজীবনের সাহারা, লু হাওয়া ওত পেঁতে থাকে সরষঘেরা উঠোনের চারপাশে, এ এক আজব সংমিশ্রন। কেমন জানি ক্ষেতে থেকে বের হয়েই মরুভুমির ছোঁয়া। পরিশ্রম আর প্রাপ্তির বিশাল ফাঁক নিয়ে ক্রমে কবরের দিকে বাংগলার মানুষের যাত্রা অনাদিকাল হতে অনন্ত মহাকালের দিকে। আমি জানি, অভাবের সাথে এদেশের মানুষের যে সহবাস এখানে প্রতিনিয়ত অভাবী শিশুরা বাড়িয়ে তুলছে জাতির জনসংখ্যার সমৃদ্ধি। দোস্ত তোর টাকা এসে পৌছাল একটি ঠিকানায়, সে আমায় ফোন দিয়েছে, টাকা গ্রহন করতে বলেছে, কিন্তু দেখ আমি এখন সে টাকা স্পর্শ করিনি।

আমি প্রচন্ড ভিতু হয়ে পড়েছি। নিজেকে নিয়ে প্রচন্ড ভয়ে কেটেছে আমার গত রাত। আমি কি অর্থের কাছে বলি হতে চলেছি বন্ধুত্বের নামে। না, আমি এ টাকা রেখে দিয়েছি যেখানে এসেছে ঠিক সেখানেই। পবিত্র উপহার কখনও নষ্ট করতে হয় না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।