আমাদের কথা খুঁজে নিন

   

জ্ঞানী মানুষের জ্ঞান প্রাপ্তি এতো সহজ নয় ...( উৎসর্গঃ আব্দুর রাজ্জাক শিপন)

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

সাধারনত দেখা যায় - জ্ঞানী মানুষরা রাস্তা ঘাটে বা জনসমক্ষে কোন বিষয়ে মতামত দেয় না। তাদেরকে যথাযথ সন্মান দিয়ে মঞ্চে আসন দিতে হয় - আবার অতিথি তালিকায় ক্রমানুসারের হেরফের এরা রেগে যায়। কোন কোন সময় অনুষ্ঠান বর্জনও করে। এমন কি নামের আগে পিছের পদবীগুলো যদি ঠিকমতো নুকতা সহ না লেখা হয - তাতে তারা চরম রাগাম্বিত হতে পারেন। বাস্তবে কি দেখেন, কোন একজন তরুন কবি কবিতা লেখে যদি যথাযথ সন্মানের সাথে প্রবীন বা প্রথিযথা কবিকে না দেখায় - তাইলে তার ভাগ্যে কবি সভার আসন পাওয়া সত্যই দুষ্কর নয় কি? সুতরাং ব্লগে পোস্ট দিলেই যে জ্ঞানী মানুষ জন এসে পোস্টে কমেন্ট দিয়ে উৎসাহ দিয়ে যাবে - সেই আশা করা ঠিক না। কি বলেন? যদি খুবই খাতিরে লোক হয় - তবে হয়তো পিঠে একটা ছোট্ট টোকা দিয়ে বলবেন - বাসায় এসো - কথা হবে। বাসায় গেলে নাতিদীর্ঘ বয়ান শুনবেন - কিন্তু জনসমক্ষে এরা কথা বলবে না। ভয় - যদি কোন ভাবে সাধারন হয় যায়। এতো কষ্টের সেলিব্রটী উপাধীটা যদি পাবলিক না পাত্তা দেয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.