আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনাম চাই তোমা হতে

চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com

মাঝে মাঝে মনে হয় নিঃশ্বাস নেওয়া দরকার কান খুলি না শোনবার ভয়ে তীব্র কোন হাহাকার। ছুটে চলি দিকবিদিকশুন্য সবাই নাক কুঁচকে দেখে আমায় এক গাদা থুথু তারপরেতেই ছেটায়। পচা গলা লাশ বয়ে চলি অসীম শুন্যতায় সন্দেহ আর ক্ষিধার জ্বালা শুধু আমায় ভাবায়। ছুটে চলি গড়িয়ে দিকবিদিকশুন্য তীব্র কোন ভয় নিয়ে চলে অন্য।

শুধু থুথু ভর্তি শরীর আমার তীব্র বাজে গন্ধ লাশ বইবার কাজ কবে হবে বন্ধ। । কত স্বাদের কত থুথু আমার গায়ে ভরা শ্রান্তি নেই, ক্লান্তি নেই টেনে চলি মরা। স্বাস্হ্যবান গোলগাল ঐ মানুষের হাসি তোমাকে টানবো বলেই দিন ফুরালেই আসি আমায় দেখে সবাই শুধু নাক কুঁচকায় একগাদা থুথু তারপরেতেই ছেটায়। ।

অন্ধ দুচোখ তারপরেও অশ্রু বেয়ে পড়ে কত মানুষ শুধু মানুষ মরার মত মরে। লাশ নিয়ে জলদি চলি ছিদ্রহীন অন্ধকারে এত কাজের পড়েও আমায় কুকুরের মতো মারে। ভাল লাগে না এই অভিশাপ, এই অন্ধকার বুঝবে না তুমি আমার কষ্ট, আমি কার? নতুন নতুন থুথুর ছোঁয়া, ভীষণ জ্বালা ধরায় ধীরে ধীরে অনেক জল দক্ষিণে বয়ে যায়.... দিন কেটে যায় নতুন কোন পরিভকের অপেক্ষায় আমিও যেন সবার মতো থুথু তাকে ছেটায়!! এটাই নিয়ম এটাই সত্য নরক হয় না শেষ অভিশাপ দিই নরকে আস মজা হবে বেশ। বিঃ দ্রঃ এর শিরোনাম নিয়ে অনেক ভেবেছি। আমার দেয়া আমার পছন্দ হয়নি।

ব্লগ বন্ধুদের কাছে অনুরোধ রইল। শিরোনাম চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।