সুতো আলগা হয়ে যাচ্ছে আস্তে আস্তে...
নাসা থেকে খবর এসেছে,
গরম ভাতে ছাই দিয়েছি,
প্রস্তুত হচ্ছি যুদ্ধের জন্য।
জীবনের যুদ্ধ।
একটা সুখের জীবন।
একটা সোনামুখ।
লেপ তোষকের বিছানা।
অফিস যাবার তাড়াহুড়া।
ছোটমাছ কিনে ঝাড়ি।
মান, অনুযোগ।
একটা গাড়ী হবে, ব্যাঙ গাড়ী।
২৫ তারিখে বেতন শেষ।
কি হবে...কি হবে...?
বারান্দায় বসে জোসনা ভেজা।
কালো পিপড়ের গল্প।
কুয়াকাটা না কাঠমুন্ডু...
একবার ক্যাম্পাসে গেলে হ্ত না !
জ্বর...মাথায় জলপট্টি।
উথলে উঠা আবেগ।
কান্না।
কালো বেড়ালের শখ।
সুতো আলগা হয়ে যাচ্ছে আস্তে আস্তে...
কার জন্যে ???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।