সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
একটি শিশু প্রতি ঈদেই
কিনছে জামা-জুতো,
একটি শিশু কোনো ঈদেই
পায় না কোনো সুতো।
একটি শিশু প্রতি ঈদেই
খুশির চোটে হাসে,
একটি শিশু প্রতি ঈদেই
চোখের জলে ভাসে।
একটি শিশু ঈদের দিনে
যাচ্ছে ঈদের মাঠে,
একটি শিশু ঈদের দিনে
যায় না পুকুর ঘাটে।
একটি শিশু ঈদের দিনে
খাচ্ছে খাবার ভারী,
একটি শিশু ঈদের দিনে
যায় না কারো বাড়ি।
বলতে পারো তোমরা আমায়
এমন কেন হয়?
দেয়াল ভেঙে এই বিভেদের
করতে পারো জয়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।