আমাদের কথা খুঁজে নিন

   

অভিমানের সুতো

সত্যিই কি চলে যাবি বন্ধু? ভুলে যাবি চিলেকোঠায় রোদ্দুর? আমি কি তাকিয়ে রইবো শুধু! দে না তোর অব্যক্ত উত্তর। বোবা বন্ধু তোর বড় অভিমানী। বিদায়ে সামলানো যায় কি চোখের পানি? তাইতো আমি বিদায়ে থাকি না। দিতে পারি না বৃথা সান্ত্বনা। কত যাতনা সয়েছিস মোর! মায়া ডোর তবুও উন্মুক্ত।

একত্রে কত সূর্য দেখা ভোর। সত্যি করে যাবি আমায় রিক্ত? অবশেষ বিদায় মুহূর্ত, সমস্ত আয়োজন শেষ। 'আযান ধন্বী' সুবেহ সাদিক ঘোষিত। থমকে আছে সময়ের রেশ। ব্যবধান এখন মৃত কাঠের দ্বার।

অভিমানের সুতো তবু ছেঁড়ে না। তাই নিজেকেই লুকিয়ে ফেললাম' কি করা আর। ভালো থাকিস' কেমন আছি¡ থাক অজানা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.