আমাদের কথা খুঁজে নিন

   

সুসংবাদ - caebd.com এ আমার তিনটা প্রবন্ধ একসাথে জনপ্রিয় লিস্টে!

হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লেখার থাকল প্রয়োজন!

সামহোয়্যার ইন ব্লগের প্রাক্তন ব্লগার (কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স), চট্টগ্রামের মোঃ ওসমাণ গণি জুয়েল সম্প্রতি http://www.caebd.com নামে কম্পিউটার ও ইলেক্ট্রনিক্সের উপর নতুন করে সাইট তৈরি করেছেন। এই সাইটটিতে যে কেউ রেজিস্ট্রেশন করে সংশ্লিষ্ট বিষয়ে লেখা জমা দিতে এবং যেকোন লেখার উপর মন্তব্য করতে পারবে। সাইটটি চালুর পর প্রথম কয়েকদিনের মধ্যেই আমি এতে চারটা লেখা জমা দেই। চারটা প্রবন্ধই প্রকাশিত হয়। কিন্তু তখন জুয়েল ভাই প্রতিদিন এত বেশি সংখ্যক নিজের পুরানো প্রবন্ধগুলো সেখানে প্রকাশ করছিলেন যে, আমার গুলো সেগুলোর নিচে চাপা পড়ে যাচ্ছিল।

কাজেই আমি সেখানে লেখা বন্ধ করে পূর্বের মতো বিজ্ঞানী ডট কমেই লিখে যেতে থাকি। কিন্তু জুয়েল ভাইয়ের ভাইয়ের অনুরোধে পরবর্তীতে আমি আবারও caebd তে লেখা শুরু করি। caebd তে নতুন করে লেখা শুরু করে আমি পরপর তিনটা লেখা জমা দেই। প্রবন্ধগুলো হল - হ্যকিং টিপস - পাসওয়ার্ড ছাড়াই আনলক করুন নকিয়া 1110!, ফ্রি ডাউনলোড করুন কুরআনের নতুন একটি বাংলা অনুবাদ, ডাউনলোড করুন বাংলা কুরআন সফটওয়্যার]। মজার ব্যাপার হল, তিনটা প্রবন্ধই এখন সেরা দশ জনপ্রিয় প্রবন্ধের তালিকায় আছে।

এর মধ্যে wjsK=http://www.somewhereinblog.net/blog/toha_mhblog/28735088হ্যকিং টিপস - পাসওয়ার্ড ছাড়াই আনলক করুন নকিয়া 1110! প্রবন্ধটি সেরা দশের মধ্যে প্রথম স্থানে আছে। আমার মতো অভাজনের পক্ষে এটা একটা খুশির সংবাদ বৈকি! আরও পড়ুন : টেকনোলজি টুডেতে আমার দুটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে - পড়ুন প্রথম প্রবন্ধ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।