সত্য বলার সাহস, কিন্তু তা হজম করার সাহস ক্য় জনের আছে তা জানি না .।
তোমাকে হারাই
ফিরোজ খান তুষার (১১-০৯-২০১৩)
যতটা সময়, আমি তোমায় দেখি
আমি তোমাকে হারাতে থাকি।
তুমি যতটা নিজেকে খোলো
আমি আবর্তে হারাই।
যতটা সময়, তুমি পাশে থাকো
আমি দূরে যেতে থাকি।
তুমি যতটা ভালোবাসতে থাকো
আমি একা হই।
একটা সময়, বেশ আগে আমি,
যখন ভয় পেতাম না
হাজারো রক্ত চোখের ধমক,
তুমি ছিলে না।
মাঝে হঠাৎ, ভীত আমি
তোমাকে হামেশা হারাই।
তুমি পাশে থাকো
আমি দূরে সরে যাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।