আমাদের কথা খুঁজে নিন

   

মহানগরের চরিত্র ও কিছু আজব ধান্দা।

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

১. এই যে নতুন মসজিদ' অনেক খরচ আছেন কিছু টাকা দেয়ার এমন কোন বান্দা। মহানগরের অনেক স্পটে হমেশাই ঘটে এ চান্দা। আজব ধান্দা। ২. জাতীয় দিবসের ব্যানারে সাহায্য করতে এলাকার কানা-রে হররোজ দড়ির প্যাঁচে একশ্রেনী মধ্যবিত্তের গলায় আঁকে ফান্দা। আজব ধান্দা।

৩. চাপাবাজির ব্যানারে ছেড়া প্যান্ট পড়া কদু চোট্টামীর মোবাইল আর ধারকরা গাড়ির নিয়ে মধু প্রেমিকার নয়নে স্বপ্ন রাখে জিন্দা। তাদের লোলুভ খপ্পরে প্রেমিকার জীবনে আসে কান্দা। আজব ধান্দা। ৪. ইনস্যুরেন্স এর ব্যানারে লোকের অর্থ হরণের ফন্দি অনেক জীবিতকে মরা দেখানোর কাহিনী ফাইল বন্দি প্রিমিয়ামের পরিশোধের ভয়াল পাঞ্জা গরীবের বীমা যেন বজ্রপাতের সাথে বিপদের ঝঞ্ঝা । আজব ধান্দা।

৫. পরী রুপে রুহানী আচরণ স্বামীর অলক্ষে অবৈধ কামের জাগরন । নিজের রান্নাঘর রেখে অন্যের শোবার ঘরে চলে চরিত্রের রান্দা। আজব ধান্দা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।