আমাদের কথা খুঁজে নিন

   

শনিবার ৪ মহানগরের সব ব্যাংক খোলা

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এক প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশনা দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কপোরেশনের নির্বাচনের প্রার্থীদের জামানতের অর্থের ট্রেজারি চালান বা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা পোস্টাল অর্ডার গ্রহণের সুবিধার্থে চার মেট্রোপলিটন এলাকার সকল তফসিলী ব্যাংক ১১ মে শনিবার খোলা থাকবে।
আগামী ১৫ জুন এই চারটি সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। আগামী ১২ মে পর‌্যন্ত মনোনয়ন পত্র দাখিলের সুযোগ রয়েছে। 
নির্বাচনে মেয়র পদে ভোটার অনুপাতে ২০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর‌্যন্ত এবং কাউন্সিলর পদে ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা মনোনয়ন পত্রের সঙ্গে ট্রেজারি চালান বা পে-অর্ডার বা কোনো তফসিলী ব্যাংকের রসিদ জমা দিতে হবে।
এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে জামানত হিসাবে ১০ হাজার টাকা জমা দিতে হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।