আমাদের কথা খুঁজে নিন

   

পুরাতন প্রিয়জন

/

আমরা প্রতিদিন বিভিন্ন রকম সর্ম্পকের মধ্য দিয়ে চলি। নতুন নতুন নির্মানের মধ্য দিয়ে আমাদের উত্বরণ, অবনমন। নতুন সর্ম্পক নির্মানের ক্ষেত্রে যে উদ্দীপনা নিয়ে আগাই পুরাতন প্রিয় সর্ম্পকগুলো ধরে রাখতে সে পরিমাণ আগ্রহ দেখাই না। আমরা বেখেয়ালী হই। মনে করি ওগুলো তো সব সময়ের জন্য আছে।

ধ্রুব, অবিনশ্বর। এক ধরনের তীব্র বিশ্বাস থাকে। অনেক গুলো সর্ম্পক আছে যাদের আমরা কষ্ট দেই, দুঃখ দেই বা আনন্দ দেই সব কিছু তারা বুক পেতে নেয়। সর্ম্পকের স্বাধীনতায় আমরা বেয়াড়াপনা করি। আমাদের টান থাকে নতুন নির্মিত সর্ম্পকের দিকে।

সেখান থেকে আমাদের উপলব্ধির কিছু অর্জন হতে পারে বা নাও হতে পারে। কিন্তু অনুভূতির যে জায়গায় আমাদের প্রিয়জন আমাদের ধরে রাখে তাদের ভালবাসার প্রতি বড় বেশি উদাসী হই। আমরা তাদের শুধু শুধু অপেক্ষা করিয়ে রাখি আমাদেরকে তাদের ভালবাসা নেবার জন্য। আমরা অপেক্ষা করতে ভয় পাই কিন্তু তাদের অপেক্ষায় রাখতে কষ্ট পাই না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।